বাস চুরি করে পালানোর সময় পরপর ধাক্কায় নিহত হলেন তিন জন। হাসপাতালে ভর্তি আরও দু'জন।
পুলিশ জানিয়েছে, বাগুইআটিতে ৪৪ নম্বর বাস স্ট্যান্ড থেকে ঘটনার শুরু। একটি বাস নিয়ে পালানোর সময় দেখে ফেলেন কর্মীরা। খবর পেয়ে পুলিশ ধাওয়া করে। কিন্তু ধরা যায়নি।
এর মধ্যে বেপরোয়া গতিতে বাসটি ভিআইপি রোড ধরে ছুটতে থাকে। ট্রাফিক পুলিশ থামাতে পারেনি। রাত তিনটেয় লেক টাউন ক্লক টাওয়ারের কাছে ছোট একটি ছোট গাড়িকে বাসটি ধাক্কা দেয়। এই গাড়ির তিন আরোহী নিহত হয়েছেন। অপর এক আরোহী গুরুতর জখম অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি। বাসটি এরপর উলটোডাঙার দিকে ছুটতে গিয়ে স্টোনচিপ ভরা লরিতে ধাক্কা দিয়ে থামে।
ছোট গাড়ির আরোহীরা কলকাতার মানিকতলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মূল অভিযুক্ত, তথা চোরাই বাসটির ড্রাইভারও জখম অবস্থায় আরজি করে ভর্তি রয়েছে। সে বছর খানেক আগে ৪৪ নম্বর রুটের বেসরকারি বাস চালাত। কিন্তু অত্যধিক মদ্যপান করার অভিযোগে তাকে রুট থেকে বহিষ্কার করা হয়।
পুলিশের দাবি, বাসের ট্যাঙ্কে মজুত ডিজেল বিক্রি করার জন্যই বাসটি চুরি করে অভিযুক্ত ব্যক্তি।
Comments :0