High court ordered to [arty ED on OMR sheet case

ওএমআর শিট জালিয়াতি মামলায় ইডি’কে যুক্ত করার নির্দেশ আদালতের

কলকাতা

এসএসসি‘তে নবম দশম শ্রেনীর শিক্ষক নিয়োগে দুর্ণীতি ও ওএমআর (OMR) শিট জালিয়াতি মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।(Kolkata High Court) বুধবার মূল মামলার সঙ্গে ইডিকে যুক্ত করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।বিচারপতি বলেন নবম শ্রেণীতে ৯৫২ জন ও দশম শ্রেণীতে যে ৯০৭ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে তাদের ওএমআর শিট দ্রুত প্রকাশ করা হোক। প্রসঙ্গত এই প্রথম এসএসসি (SSC)মামলাতে ইডিকে যুক্ত করল আদালত। ওএমআর শিট সংক্রান্ত যে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে আদালত ইডিকে দ্রুত রিপোর্ট জমা করতে বলেছেন।  

এছাড়াও বুধবার আদালত স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission)কাছে জানতে চান যে ১৮৩ জন ভুয়ো চাকরি পেয়েছেন তার মধ্যে কতজন চাকরি করছেন। সেই প্রসঙ্গে, কমিশন আদালতকে জানায় ১০২ জন নিয়োগপত্র পেলেও চাকরিতে যোগ দেননি। বাকি ৮০ জন চাকরি করছেন। তা শুনে বিচারপতি ওই শুণ্য পদে অবিলম্বে মেধার ভিত্তিতে কাউন্সিলিংয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ করার নির্দেশ দেন।

Comments :0

Login to leave a comment