ছাত্র সংসদের নির্বাচন করতে হবে- এই দাবিকে কেন্দ্র করে সোমবার থেকে অচলাবস্থা কলকাতা মেডিকেল কলেজে (Calcutta Medical College)। রাতভর ঘেরাও অধ্যক্ষ সহ বিভিন্ন বিভাগীয় প্রধান। যার জেরে সমস্যার সম্মুখীন রোগী দের আত্মীয়স্বজন। প্রয়োজনীয় পরিষেবা না পেয়ে ইট দিয়ে তালা ভেঙে প্রশাসনিক ব্লকের ভিতরে ঢোকার চেষ্টা করার পালটা অভিযোগ উঠেছে রোগীর পরিজনদের বিরুদ্ধে। যদিও তাঁদের দাবি, রোগীরা প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না, হাসপাতালের প্যাথলজি, এক্সরে এবং বায়োকেমিস্ট্রি বিভাগ বন্ধ। কিছু কিছু অস্ত্রোপচারও বন্ধ বলে দাবি রোগীর পরিজনদের। একই সাথৃ এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্কৃয়তার অভিযোগ করেন রোগীর পরিজনরা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাই কোর্টে মামলা পর্যন্ত করা হয়েছে।
এদিকে ৩০ ঘন্টার বেশি ঘেরাও হয়ে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। ৩০ ঘণ্টা ধরে মোট ২৭ জন আটক। এর মধ্যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, আরআইও ডিরেক্টরও রয়েছেন। সকলেরই বয়স পঞ্চাশের বেশি। তাঁর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। পরবর্তী নির্দেশ আসার অপেক্ষায় রয়েছেন তাঁরা। যদিও ছাত্র সংসদ নির্বাচনের বিষয় সুস্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি তিনি। তিনি জানান, ‘নির্বাচন সুষ্ঠু ভাবে হোক তা-ই চান তাঁরা। রোগীরাও যাতে ঠিকঠাক পরিষেবা পান, সে বিষয়েও সচেতন তাঁরা।’
medical college chaos
মেডিকেল কলেজে অচলাবস্থা
×
Comments :0