Calcutta University

খাতা হারানো পড়ুয়াদের ‘অপশান’ দিল কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে বাংলায় খাতা হারানো ১০৪ জন পড়ুয়ার জন্য বিকল্প মূল্যায়ন পদ্ধতি বাছার সুযোগ দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত চারটি কলেজের ১০৪ জন পড়ুয়ার বাংলার স্নাতকের প্রথম সেমিস্টারের খাতা হারিয়ে যায়। যা নিয়ে শুরু হয় সমালোচনা। 
সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে ওই চার কলেজের অধ্যক্ষদের একটি ফর্ম দেওয়া হয়েছে যাতে বেশ কয়েকটি ‘অপশান’ রাখা হয়েছে পড়ুয়াদের জন্য।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যাদের খাতা হারিয়ে গিয়েছে তাদের যেই অপশান দেওয়া হয়েছে তার থেকে যে কোন একটি বেছে নিতে হবে।
কি কি কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে – 
১। যেই খাতা গুলো মূল্যায়ন হওয়ার পর নম্বর জমা পড়ে গিয়েছে তাদের সেই নম্বর মেনে নিতে হবে। কোন রিভিউ করা যাবে না।
২। যাদের খাতা পাওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রে সর্বাধিক প্রাপ্ত নম্বরটিকে গুরুত্ব দেওয়া হবে অন্য পেপার গুলোর ক্ষেত্রে। অথবা তাদের নতুন করে পরীক্ষা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে অখুশি এই চার কলেজের অধ্যক্ষ। তাদের কথায় পড়ুয়াদের ডেকে নতুন করে তাদের হাতে ফর্ম ধরিয়ে এই কথা গুলো বলা খুবই অপমান জনক। একজন পড়ুয়া ছ’মাস পরিশ্রম করে পরীক্ষা দিয়েছে সেই ক্ষেত্রে তাদের মূল্যায়ন এই ভাবে হওয়াটা সঠিক নয়। এর পাশাপাশি পরীক্ষকের শাস্তির দাবিও জানিয়েছেন অধ্যক্ষরা।

Comments :0

Login to leave a comment