মালদার ভিড়ে ঠাসা এলাকায় পরপর পথচারীদের ধাক্কা মারল বেপরোয়া গাড়ি। গাড়িটি একটি দোকানে ধাক্কা মেরে থেমে যায়। মঙ্গলবার মালদহ প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় এই গাড়িতে রাজ্য পূর্ত দপ্তরের বোর্ড লাগানো ছিল।
পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সঙ্গে গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা গেছে আহতদের বাড়ি পুরাতন মালদহ এলাকায়। আহতদের মধ্যে একটি শিশুও আছে।
গাড়িটি একটি দোকানে এসে ধাক্কা মেরে থেমে যায়। গাড়ি থেকে ধোঁয়া বের হতে থাকে। আচমকা প্রচণ্ড গতিতে এসে পরপর ধাক্কা মারে গাড়িটি। মঙ্গলবার এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হল মালদা জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায়।
আহত পাঁচ পথচারীকে উদ্ধার করে পাঠানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বেপরোয়া গাড়ির ধাক্কার ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ গাড়ি চালককে আটক করে।
ঘটনাস্থলে ও হাসপাতালে ছুটে যান সিপিআই(এম) শহর এরিয়া কমিটির সম্পাদক শুভজিৎ মিত্র, অনুপম গুণ, অনীক ভট্টাচার্য, মিন্টু চৌধুরী, জয়ন্ত ঘোষ ও স্বপন সরকার সহ অন্যান্যরা। আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা।
Malda Car Rams Pedestrians
পথচারীদের বেপরোয়া গাড়ির ধাক্কা মালদায়, আহতদের মধ্যে শিশুও, প্রবল উত্তেজনা
×
Comments :0