High Court

টালিগঞ্জে হামলার ঘটনায় মামলা হাইকোর্টে

রাজ্য কলকাতা

গত ১ অক্টোবর রাতে টালিগঞ্জে ‘রাত দখল’ কর্মসূচিতে তৃণমূলের হামলার ঘটনায় মামলা দায়ের হলো হাইকোর্টে। এদিন আইনজীবী শামিম আহমেদ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে আদালতের দৃষ্টি আকর্ষন করে মামলা দায়ের করার আবেদন জানায়। হাইকোর্টের পক্ষ থেকে সেই আবেদনও মঞ্জুর করা হয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার বিচারপতি ভরদ্বাজের বেঞ্চে হবে এই মামলার শুনানি। 
মঙ্গলবার রাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত জাগছেন জনতা বিচারের দাবিতে। বিভিন্ন জায়গায় হুঁশিয়ারি ও দিচ্ছে তৃণমূল। তবে তাতে বিচারের দাবি থামছে না। সেদিন টালিগজ্ঞে আচমকা হামলা চালায় তৃণমূলের গুন্ডা বাহিনী। আক্রান্তরা বলেছেন স্থানীয় কাউন্সিলের তৃণমূল কংগ্রেসের রত্না সুরের ঘনিষ্ঠরা এই হামলা চালিয়েছে। 
টালিগঞ্জে করুণাময়ীতে আক্রান্তদের বক্তব্য পুলিশের অনুমতি নিয়েই প্রতিবাদ বিচারের দাবিতে এমন কর্মসূচি করেছেন তাঁরা। মহিলাদের গায়ে হাত দিয়েছে তৃণমূল কংগ্রেসের এই দুষ্কৃতীরা। কাউন্সিলর এর মদতেই এই হামলার অভিযোগ স্পষ্ট ভাবে তুলেছেন তাঁরা।

Comments :0

Login to leave a comment