প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্টও পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ ফের চালুর নির্দেশ দিয়েছে। কিন্তু কাজ চালুর প্রক্রিয়া ‘পুনর্গঠন’ এবং ‘পরিশুদ্ধ’ করার কাজ এখনও শেষ করতে পারেনি!
মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নে এমনই বক্তব্য জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাসোয়ান।
কলকাতা হাইকোর্ট গত জুনে নির্দেশ দিয়েছিল কেন্দ্রকে ১ আগস্ট থেকে রাজ্যে বন্ধ থাকা একশো দিনের কাজের প্রকল্প ফের শুরু করতে। কেন্দ্রের বিজেপি সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে গিয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু গত অক্টোবরে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখে।
কিন্তু এরপরও রাজ্যে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের কাজ শুরু হয়নি। একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে টাকা দেোয়া বন্ধ রেখেছে কেন্দ্র। বামপন্থীরা বারবারই বলেছেন যে রাজ্যে আর সব ক্ষেত্রের মতো একশো দিনের কাজেও মারাত্মক দুর্নীতি হয়েছে। কিন্তু দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে কাজ বন্ধ করে গ্রামের গরিব মানুষকে শাস্তি দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। একশো দিনের কাজ শুরুর দাবিতে একাধিক কৃষক এবং খেতমজুর সংগঠনের মঞ্চও তৈরি হয়েছে রাজ্যে।
এদিন পশ্চিমবঙ্গের এই প্রকল্প নিয়ে প্রশ্নে গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে ২০২১-২২’র শ্রমিক বাজেটে বাড়তি বরাদ্দের আবেদনকে অনুমোদন দেয়নি বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটি। ২০২২’র ৯ মার্চ থেকে এই খাতে পশ্চিমবঙ্গে অর্থ বরাদ্দ বন্ধ রাখা হয়েছে।
রাজ্যে একশো দিনের প্রকল্পে মোট বকেয়া ৩০৮২’৫২ কোটি টাকা। তার মধ্যে মজুরি বাবাদ বকেয়া ১৪৫৭.২২ কোটি টাকা। সামগ্রী বাবদ বকেয়া ১৬০৭.৬৮ কোটি টাকা। সেই সঙ্গে প্রশাসনিক খাতের খরচ বাবদ বকেয়া ১৭.৬২ কোটি টাকা।
এদিন মন্ত্রী বলেছেন, ‘‘কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কাজ শুরু করার জন্য মন্ত্রক প্রক্রিয়া পুনর্গঠন এবং পরিশুদ্ধ করছে। কাজ চালুর জন্য নিয়মবিধিতে সংশোধন করা হচ্ছে।’’
পাসোয়ান জানিয়েছেন যে মন্ত্রকের পাঠানো নিয়মবিধি না মামানর কারণে টাকা আটকে দেওয়া হয়েছিল এর আগে।
তবে কেন্দ্রের সরকার আদৌ কাজ চালুর বিষয়ে কতটা আন্তরিক প্রশ্ন আছে তা নিয়েই। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তেই সেই প্রশ্ন জোরালো হয়। সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরও মন্ত্রকের তৎপরতা দেখা যায়নি।
আবার রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার মুখে হম্বিতম্বি করলেও প্রশাসনিকভাবে আদালতের রায়কে হাতিয়ার করে কতটা তৎপর, প্রশ্ন আছে তা নিয়েও। দুয়ের মাঝে তীব্র সঙ্কটে গ্রামের একেবারে গরিব মানুষ।
MGNREGS West Bengal
একশো দিনের কাজ: রাজ্যে প্রকল্প কবে শুরু সংসদে জানালো না কেন্দ্র
একশো দিনের কাজ চালুও অন্যতম প্রধান দাবি সিপিআই(এম)’র বাংলা বাঁচাও যাত্রায়।
×
Comments :0