আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের ফের চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে উল্লেখ করা হয়েছে যে ১৫ জন প্রতিনিধি নবান্ন এসে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করতে পারেন। আন্দোলনকারিদের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে ৩০ জনের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী সাথে বৈঠক করতে চান। তাদের কথায় রাজ্যে মেডিকেল কলেজের সংখ্যা ২৭। প্রতিটা কলেজের একজন করে প্রতিনিধি যদি যায় তাহলেও সংখ্যা হয় ২৭। এদিনের চিঠিতে আন্দোলনকারিদের ৩০ জনের সংখ্যা মানেনি রাজ্য সরকার। বেলা ৪:৪৫ মিনিট নাগাদ নবান্ন উপস্থিত হতে বলা হয়েছে মুখ্যসচিব মনোজ পান্থের পক্ষ থেকে।
চিঠিতে আরও বলা আছে যে বৈঠক বৈঠকের সরাসরি সম্প্রচার করা হবে না। ভিডিও রেকর্ডিং করা হবে। জুনিয়ার ডাক্তারদের দাবি নবান্নে যদি বৈঠক হয় তাহলে তার সরাসরি সম্প্রচার করতে হবে।
Comments :0