GAZA GUTEREZ

শিশুদের অঙ্গহানির হার সবচেয়ে বেশি গাজায়, মহাবিপর্যয় চলছে, বললেন গুতেরেস

আন্তর্জাতিক

অঙ্গ বাদ দিতে হয়েছে এমন শিশুর হার বিশ্বে সবচেয়ে বেশি প্যালেস্তাইনের গাজায়। এদের অনেকের অস্ত্রপচার হয়েছে অজ্ঞান না করেই। গাজায় যা চলছে তা সব অর্থেই মহাবিপর্যয়।
রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব এই মর্মে বিবৃতি দিয়েছেন সোমবার। গাজায় ইজরায়েলের হামলা অব্যাহত রয়েছে। পাশের দেশ লেবাননেও চলছে হামলা। লেবাননের সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হেজবোল্লাও জবাব দিচ্ছে। যদিও লেবানন এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে কিছুদিন আগেই।
ইজরায়লের বাধায় গাজায় ত্রাণ পাঠানো সমস্যায় পড়ছে অনেকদিনই। তবে গাজায় ত্রাণ বিষয়ক রাষ্ট্রসঙ্ঘের বিভাগ জানিয়েছে ত্রাণ পাঠানো আপাতত বন্ধ রাখতে হচ্ছে। এই সিদ্ধান্তের সমালোচনা করেছে গাজার প্রশাসন। 
এর মধ্যেই মিশরের বিদেশ মন্ত্রক জানিয়েছে সেদেশেই মিলিত হবেন প্যালেস্তাইনের হামাস এবং ফতাহ’র প্রতিনিধিরা। গাজা ভুখণ্ডে প্রশাসনিক ব্যবস্থাপনা কী হবে তা নিয়ে সমঝোতা তৈরি করতে হচ্ছে এই বৈঠক। বিদেশ মন্ত্রক জানিয়েছে রাজধানী কায়রোয় চলছে বৈঠক।

Comments :0

Login to leave a comment