বলাগড়ের গুপ্তিপাড়া বাদাগাছি এলাকায় পাঁচ বছরের শিশু স্বর্ণাভ সাহার নিখোঁজের ঘটনায় নয়া মোড়। মৃতদেহ উদ্ধার বাড়িরই বাথরুম থেকে। আটক দাদু ঠাকুমা জেঠিমা।
শনিবার সকাল থেকে দীর্ঘ তল্লাশির পর, রবিবার ভোর পাঁচটায় তার দাদু শম্ভু সাহার শৌচালয় থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। শিশুটির নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ ড্রোন ক্যামেরা নিয়ে ডোবা-পুকুর জঙ্গলে তল্লাশি চালায়। রাতে নিয়ে আসা হয় স্নিফার ডগ।
তল্লাশিতে অবশেষে বাড়ির শৌচালয় থেকেই উদ্ধার হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বলাগড় থানার গুপ্তিপাড়া বাধাগাছি এলাকার বাসিন্দা যাদব ও সুপ্রিয়া সাহার পাঁচ বছরের ছেলে স্বর্ণাভ সাহা ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছে বলে শনিবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। কিছু সময় পর তাকে আর দেখতে পাওয়া যায়নি। বেলা গড়িয়ে গেলেও শিশুর খোঁজ না মেলায় এলাকাবাসীও তন্নতন্ন করে খোঁজ খবর চালায়। কোথায় চিহ্ন পর্যন্ত মেলেনি শিশুটির। খবর যায় পুলিশে। বলাগড় থানার পুলিশ আসে।
শনিবার হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বাধাগাছিতে শিশুর বাড়িতে যান। শিশুর বাড়ি খুব কাছেই রেল লাইন। গুপ্তিপাড়া রেল স্টেশন কয়েকশ মিটার দূরে। শনিবার ড্রোন উড়িয়ে খোঁজ চালানো হয় দিনের বেলায়। সূত্রে পেতে রাতে নিয়ে আসা হয় স্নিফার ডগ। চলে তল্লাসী। যদি কোনো সূত্র পাওয়া যায় তার চেষ্টা চলে।
শিশুটির বাবা যাদব সাহা একজন গাড়ি চালক। মা গৃহবধূ। তাদের সন্তান বাড়ি থেকে কি করে হারিয়ে গেলো বুঝতে পারছিলেন না। শিশুর প্রতিবেশি এলাকার বাসিন্দারা সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সামনেই ভীর করেন। সুস্থ অবস্থায় শিশুটি যাতে উদ্ধার হয় সেই খবরের জন্য।
পুলিশ শিশুটির দাদু ঠাকুমা ও জেঠিমাকে আটক করেছে।
শিশুটির মা সুপ্রিয়া সাহা জানান, ‘‘আমার শ্বশুর মশাইয়ের ব্যবহার প্রথম থেকে ভালো ছিলোনা। সব সময় আমাদের সাথে গালিগালাজ করে কথা বলতো। আমি আর ছেলে দেনের বেশিরভাগ সময় ঘড়েই থাকতাম।
শিশুটির মৃত্যুর খবর এলাকায় আসার পর থেকে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে রেখেছে।
হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, ‘‘বলাগড়ের গুপ্তিপাড়ায় শিশু নিখোঁজের ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অপহরণের মামলা রুজু হয়েছে। ঘটনায় শিশুর দাদু, ঠাকুমা, জ্যেঠিমাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’ এলাকার সমস্ত জায়গা এমনকি শৌচালয়েও তল্লাশী চলে, কিন্তু তারপর রবিবার সকালে কি ভাবে শিশুটি শৌচালয় থেকে উদ্ধার হল তাই ভাবাচ্ছে তদন্তকারী পুলিশ আধিকারিদের।
Child Body Recovered
নিখোঁজ শিশুর দেহ মিলল বাড়ির শৌচাগার থেকে
×
Comments :0