Accident Child Death

উত্তরপাড়া: পৌরসভার গাড়ি পিষে দিল শিশুকে

জেলা

শিশুর মৃত্যুর পর পথ অবরোধ উত্তরপাড়ায়। ছবি: অভীক ঘোষ

পৌরসভার গাড়িতে মৃত্যু এক শিশুর। রবিবার উত্তরপাড়া পৌরসভার গাড়ি পিষে দিল আড়াই বছরের এক শিশুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর। মৃত শিশুর নাম অংশ গড়।
উত্তরপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কড়াই ফ্যাক্টরি এলাকায় দুর্ঘটনা হয় রবিবার সকালে।
শিশুটিকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। দেহ নিয়ে এসে শুরু হয় পথ অবরোধ।
শিশুর বাবা অখিল গড় জানান,বাড়ির সামনে খেলা করছিল শিশুটি।পৌরসভার আবর্জনা ফেলার গাড়ি চাপা দিয়ে চলে যায়।
ঘটনার প্রতিবাদে টি এন মুখার্জি রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।পৌরসভার উপর ক্ষোভ উগরে দেন তারা। উত্তরপাড়া থানার পুলিশ হাজির হয় ঘটনাস্থলে।

Comments :0

Login to leave a comment