বুধবার সকালে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পৌঁছালো সিআইএসএফের আধিকারিকরা। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আরজি করে চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো এদিন এসে পৌঁছালেন তারা।
হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। ১৪ আগস্ট যখন গোটা শহর এই ঘটনার বিচারের দাবিতে রাত জাগে সেই সময় হামলা চলে আরজি কর হাসপাতালে। ভাঙচুর করা হয় হাসপাতালে। ভেঙে দেওয়া হয় চিকিৎসকদের প্রতিবাদ মঞ্চ। মারধর করা হয় চিকিৎসকদের। সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলাকালিন প্রধান বিচারপতির ডিভিসন বেঞ্চ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়।
কলকাতা হাইকোর্টে এই হামলা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় কলকাতা পুলিশকে। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয় যে প্রায় সাত হাজার লোক ওই দিন ভাঙচুর চালায় হাসপাতালে। এই বিপুল সংখ্যক লোক কোথা থেকে জমায়েত করলো তার কোন খবর পুলিশের কাছে না থাকা নিয়ে বিষ্ময় প্রকাশ করে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
অন্যদিকে ষষ্টবারের জন্য ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পাঁচদিনে প্রায় ৬৪ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআইয়ের আধিকারিকরা। উল্লেখ্য আরজি করের অধ্যক্ষ থাকাকালিন সন্দীপের বিরুদ্ধে অর্থীক তছরুপের অভিযোগ এনে সিট গঠন করেছে রাজ্য সরকার।
Comments :0