CIVIC KALNA

চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ কালনার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে

জেলা

সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন বুলবুলি বিশ্বাস।

আবার বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এবার কালনা থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে টাকা তুলে প্রতারণার অভিযোগ জানিয়েছেন নদীয়ার গাংনাপুরের বুলবুল বিশ্বাস। 
কালনা থানার সিভিক ভলান্টিয়ার কাউসার শেখের বিরুদ্ধে কালনা থানার আইসি, কালনার এসডিপিও এবং পূর্ব বর্ধমানের এসপি-কে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন বুলবুলি বিশ্বাস।
এই মহিলা জানান কালনায় এক আত্মীয়ের বাড়িতে সিভিক ভলান্টিয়ার কাউসার শেখের সঙ্গে পরিচয় হয় তাঁর। কিছুদিন পর সিভিক ভলান্টিয়ার টাকার বিনিময়ে কলেজে চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওই সিভিক ভলান্টিয়ার। লিখিত অভিযোগে বুলবুলি বিশ্বাস জানিয়েছেন ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত নগদ এবং ব্যাঙ্ক ট্রান্সফার মিলিয়ে ৩২ লক্ষ টাকা নেয়। 
বুলবুলির অভিযোগ, তাঁর পরিচিতদের সঙ্গেও যোগাযোগ করে সিভিক ভলান্টিয়ার কাউসার শেখ। তাঁদের থেকেও চাকরি দেওয়ার নাম করে টাকা তোলে। কিন্তু ভুয়ো নিয়োগপত্র দেওয়ায় এই পরিচিতেরা এখন বুলবুলি বিশ্বাসকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন।
বুলবুলি বিশ্বাসের আরও অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে গিয়েছিলেন তিনি। কিন্তু সিভিকের বাবা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন, এমনকি হুমকিও দেন। 
রাজ্যের সর্বত্র নানা বেআইনি কাজে জড়িত থাকতে দেখা যাচ্ছে সিভিক ভলান্টিয়ারদের। আরজি কর হাসপাতালে খুন-ধর্ষণ কাণ্ডে সিভিক ভলান্টিয়ারের ভূমিকাও সামনে এসেছে। পুরো নিয়োগ পদ্ধতি নিয়েই প্রশ্ন রয়েছে। ফের আরেকটি ঘটনা সামনে এল।  

Comments :0

Login to leave a comment