Accident

দুর্ঘটনায় সিভিক ভলান্টিয়ারের মৃত্যু

জেলা

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। শনিবার দুর্ঘটনাটি ঘটে চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বান্দেরহাট এলাকায়। মৃতের নাম জয়নাল হক (৩২)। বাড়ি স্থানীয় অম্বিকানগর এলাকায়। মৃত ওই সিভিক ভলান্টিয়ার চোপড়ার দাসপাড়া ফাঁড়িতে কর্মরত ছিলেন।

শুক্রবার রাতে চোপড়ার দাসপাড়া এলাকায় নাইট ডিউটি সেরে এদিন সকালে বাইকে করে বাড়ির ফিরছিলেন তিনি। পথে বালি বোঝাই একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর বাইকের। ঘটনাস্থলে গুরুতর জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। সেখান থেকে শিলিগুড়িতে একটি নার্সিংহোমে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। ঘাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
 

Comments :0

Login to leave a comment