CJI

পরবর্তী প্রধান বিচারপতি হিসবে সঞ্জীব খান্নার নাম প্রস্তাব চন্দ্রচূড়ের

জাতীয়

সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি সঞ্জীব খান্নার নাম কেন্দ্রের কাছে সুপারিশ করে তাঁর উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
সূত্রের খবর, বুধবার প্রধান বিচারপতি চন্দ্রচূড় তাঁর সুপারিশের চিঠি বিচারপতি খান্নার হাতে তুলে দেন।
আগামী ১১ নভেম্বর দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন বিচারপতি খান্না। ২০১৯ সালের ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে উন্নীত হওয়া বিচারপতি খান্না ২০২৫ সালের ১৩ মে অবসর নেবেন।
যদি বিচারপতি খান্না ১১ নভেম্বর ভারতের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন, তবে তাঁর মেয়াদ ছয় মাসের কিছু বেশি হবে এবং ১৩ মে ২০২৫ তারিখে তিনি অবসর গ্রহণ করবেন।
বিচারপতি খান্না ২০০৫ সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে উন্নীত হন এবং ২০০৬ সালে স্থায়ী বিচারপতি হন।
১৯৬০ সালের ১৪ মে জন্ম নেওয়া বিচারপতি খান্না দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল সেন্টারে আইন বিষয়ে পড়াশোনা করেন।
সুপ্রিম কোর্টে বিচারপতি খান্নার কয়েকটি উল্লেখযোগ্য রায়ের মধ্যে রয়েছে নির্বাচনে ইভিএমের ব্যবহার বহাল রাখা। ইলেক্টোরাল বন্ড স্কিমকে অসাংবিধানিক ঘোষণা করা পাঁচ বিচারপতির বেঞ্চেরও তিনি ছিলেন। ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তকে বহাল রাখা পাঁচ বিচারপতির বেঞ্চেরও ছিলেন বিচারপতি খান্না।

Comments :0

Login to leave a comment