এনাডু গোষ্ঠী এবং ই-টিভি’র প্রতিষ্ঠাতা রামোজি রাওয়ের মৃত্যুতে শোক জানালেন প্রবীণ অভিনেতা রজনীকান্ত। শনিবার ভোরে প্রয়াত হয়েছেন রামোজি গোষ্ঠীর চেয়ারম্যান রামোজি রাও। শোক জানিয়েছেন বহু অভিনেতা, পরিচালক। শোক জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
রজনীকান্ত বলেছেন, ‘‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি মর্মাহত। সাংবাদিকতা, সিনেমায় ইতিহাস তৈরি করেছেন রামোজি রাও। রাজনীতির একাধিক দিকপালকেও তিনি সুযোগ করে দিয়েছেন। বরাবর আমায় সহয়তা করেছেন। আমার জীবনে প্রেরণা হয়ে থেকেছেন রামোজি রাও।’’
চলচ্চিত্র নির্মাতা এসএস রাজামৌলি রামোজি রাওকে মরণোত্তর ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানিয়েছেন। বিখ্যাত রামোজি রাও ফিল্ম সিটিতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে এসেছেন রাজামৌলি। তিনি বলেছেন, ‘‘পঞ্চাশ বছর ধরে নানা ওঠাপড়ার মধ্যে কঠিন পরিশ্রম করে সফল হয়েছে। তাঁকে শ্রদ্ধা জানানোর একমাত্র উপায় ‘ভারতরত্ন’ সম্মান দেওয়া।’’
অভিনেতা অল্লু অর্জুন লিখেছেন, ‘‘বরাবর গভীর শ্রদ্ধা থেকেছে রামোজি রাওয়ের প্রতি।’’
শনিবার ভোটে উচ্চ রক্তচাপ এবং আনুষাঙ্গিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন রামোজি রাও। তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়। হায়দরাবাদ হাসপাতালেই প্রয়াত হন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৭।
Ramoji Rao Condolence
রামোজি রাওয়ের প্রয়াণে শোক রজনীকান্ত, রাজামৌলির
×
Comments :0