Parliament

সংবিধান নিয়ে আলোচনা রাজি সরকার, ঘোষনা হলো দিন

জাতীয়

বিরোধীদের চাপে পড়ে সংবিধান নিয়ে সংসদের দুই কক্ষে আলোচনায় রাজি হলো সরকার। সোমবার সর্বদলীয় বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ১৩ এবং ১৪ ডিসেম্বর লোকসভায়, ১৬ এবং ১৭ ডিসেম্বর রাজ্যসভায় সংবিধান নিয়ে আলোচনা হবে।

মোদী সরকারের আমলে সংবিধান আক্রান্ত এই দাবিকে সামনে রেখে বার বার সরহ হয়েছেন বিরোধীরা। সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন ইন্ডিয়া সাংসদরা। সংসদে সংবিধান নিয়ে আলোচনার দাবিতে সরব হয়েছিলেন বিরোধীরা। সেই দাবিকে মান্যতা দিতে বাধ্য হলো সরকার। 

গত ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। আদানি, সম্ভল, মণিপুর সহ একাদিক বিষয় নিয়ে আলোচনার দাবি জানিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা

Comments :0

Login to leave a comment