Karnataka

মন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে কর্ণাটক সরকার

জাতীয়

বেঙ্গালুরুর শ্লীলতাহানির ঘটনায় বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। সাংবাদিকদের পক্ষ থেকে তার কাছে এই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এতো বড় শহরে এই ধরনের ঘটনা ঘটে থাকে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে অপরাধীদের ধরার জন্য। এর পাশাপাশি নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পর বিভিন্ন মহল থেকে শুরু হয়েছে সমালোচনা। বিরোধীদের দাবি তার এই মন্তব্যের মধ্যে দিয়ে মহিলাদের প্রতি রাজ্য সরকারের মনোভাব স্পষ্ট হয়। 

সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় যে এক ব্যাক্তি বেঙ্গালুরুর এক গোলির মধ্যে একজন মহিলার শ্লীলতাহানি করে। ওই সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ে। সিসিটিভির সূত্র ধরে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মন্ত্রীর এই মন্তব্য সরকারকে সমালোচনার মুখে ফেলেছে। 

 

Comments :0

Login to leave a comment