আমেরিকায় গ্রেপ্তার করা হয়েছে কুখ্যাত দুষ্কৃতী লরেন্স বিষ্ণোইর ভাইকে। মার্কিন প্রশাসন নিশ্চিত না করলেও বিভিন্ন সূত্র থেকে এ খবর জানানো হয়েছে।
মহারাষ্ট্রে এনসিপি (শিন্ডে) গোষ্ঠীর নেতা বাবা সিদ্দিকিকে হত্যা, অভিনেতা সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর মতো চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত লরেন্স। জেল থেকেই বিশাল চক্র নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে এই দুষ্কৃতীর বিরুদ্ধে।
লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের নাম সম্প্রতি সামনে এসেছে বাবা সিদ্দিকির ওপর গুলি চালানোর ঘটনায়। কানাডার প্রশাসনও তাদের মাটিতে বিষ্ণোই চক্রের দুষ্কৃতীমূলক সক্রিয়তার অভিযোগ তুলেছে।
আনমোলের নামে আন্তর্জাতিক স্তরে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি হয়েছিল বলে জানা গিয়েছে।
‘বিষ্ণোই গ্যাং’ নিয়ে তোলপাড় হয় ২০২২-এ। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার পর। এ বছরের ১৪ এপ্রিল সলমন খানের বাড়ির সামনে গুলি ছোঁড়ার ঘটনাতেও চাঞ্চল্য তৈরি হয় এই চক্র নিয়ে। লরেন্স বিষ্ণোই ভারতের জেলে থেকে সক্রিয় থাকার পিছনে প্রশাসনিক মদতেরও অভিযোগ রয়েছে। লরেন্স বিষ্ণোই আপাতত বন্দি গুজরাটের সবরমতী জেলে। সীমান্ত পার ড্রাগ চোরাচালানের অপরাধে কারাদণ্ড হয় এই দুষ্কৃতীর।
ANMOL BISHNOI USA
লরেন্স বিষ্ণোইর ভাই গ্রেপ্তার আমেরিকায়? ছড়ালো চাঞ্চল্য
×
Comments :0