মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে মহাইউতি। মুখ্যমন্ত্রীকে হবে তা নিয়ে চলছিল জল্পনা। শিবসেনার দাবি ছিল শিন্ডেকেই ফের মুখ্যমন্ত্রী করা হোক। কিন্তু ১৩২ আসন পাওয়া বিজেপি প্রথম থেকেই অনড় ছিলেন যে তারাই এবার মুখ্যমন্ত্রী পদের দখল নেবেন। সেই মতো শুরু হয়েছিল দড়ি টানাটানি।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেবেন্দ্র শপথ নেবেন বলে জানা গিয়েছে। এনসিপির পক্ষ থেকে অজিত পাওয়ার উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেও শিবসেনার পক্ষ থেকে একনাথ শিন্ডে উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন কি না তা নিয়ে জল্পনা রয়েছে। অসুস্থতার কারণ দেখিয়ে অমিত শাহের সাথে বৈঠক করে ফিরে আর বিজেপি নেতাদের মুখোমুখি হননি তিনি।
Comments :0