কোথাও পুরো অন্ধকার। বাতি জ্বলেনি। কোথাও রাস্তায় মানববন্ধন। আর জি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ হত্যার ঠিক একমাসের মাথায় এমনই প্রতিবাদ বিচারের দাবিতে।
ঘড়ির কাঁটা যখন ঠিক ৯ টা। সুভাষগঞ্জের বাড়ি বাড়ি শুরু হয়ে গেল গাড় অন্ধকার। ঘড়ির কাটা যখন ৯.০৪ বিদ্যুৎ বিহীন সুভাষগঞ্জ। ফের ৯.১০ মিনিট বিদ্যুৎ ফিরলো। বাড়ি বাড়ি জ্বলে উঠলো ঘরের বাতি। আবারও এক প্রতিবাদ। এমনই ছবি রায়গঞ্জের এই অঞ্চলে।
মেদিনীপুর পুর শহর এর মহুয়াচকে। মানববন্ধনে নীরবতা পালন। বিচারের জন্য লড়াই জারি রাখার আহ্বান নীরবে।
বারাকপুরে বারাসাত রোডে মসজিদ মোড়ে মানুষ দাঁড়িয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে ৯ মিনিট স্তব্ধ করেন রাস্তা।
৯ আগস্ট আর জি কর হাসপাতালে মিলেছিল চিকিৎসক ছাত্রীর দেহ। তদন্তে একের পর এক বেনিয়ম ধরা পড়ছে আদালতে। প্রমাণ লোপাটের জন্য দায়ী করা, তাদের ধরতে হবে, এই দাবি সর্বত্র। ঘটনার ঠিক এক মাস পর বিচারের দাবিতে আলো বন্ধ থাকল কলেজ স্ট্রিট কফি হাউসে।
ধর্মতলাও স্তব্ধ হয়ে গিয়েছে ৯ মিনিটেরই জন্য। এভাবেই প্রতীকী প্রতিবাদের ডাক দিয়েছিল বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। সমর্থন জানিয়েছিল বামফ্রন্ট।
জলপাইগুড়ি শহরেও হাতে হাত ধরে হয়েছে প্রতিবাদ।
Comments :0