প্রতীম দে ও সৌরভ গোস্বামী
শিরদাঁড়া সোজা রেখে কাজ করুন। কোনও রাজনৈতিক দলের ভৃত্যের মতো কাজ করছেন কেন।
লালবাজারের সামনে অস্থায়ী মঞ্চ থেকে পুলিশের উদ্দেশ্যে একথা বলেছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। তিনি বলেছেন, আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে লড়াই জারি থাকবে।
লালবাজার অভিযানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ কলকাতা পুলিশের সদর দপ্তরে সেঁটে দিতে গিয়েছিলেন সিপিআই(এম) কর্মীরা। তাঁদের মধ্যে ১৪ জনকে আটক করে পুলিশ। সিপিআই(এম) রাজ্য সম্পাদক জানান না ছাড়া পর্যন্ত অবস্থান চলবে। বিকেলে সিপিআই(এম)’র এই কর্মীদের ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা পুলিশ।
সোমবার কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের অপসারণের দাবিতে লালবাজার অভিযান করে সিপিআই(এম)। সাক্ষ্য প্রমাণ লোপাটে আর জি কর হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কলকাতা পুলিশের বিরুদ্ধেও অভিযোগ প্রবল। আসল অপরাধীদের না ধরে প্রতিবাদীদের ধরপাকড় চালাচ্ছে পুলিশ। অভিযানে তার বিরুদ্ধেও সরব হয়েছে সিপিআই(এম)।
মীনাক্ষী বলেন, ‘‘রোজ নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কাল রাতে নৈহাটি তে হামলা করেছে। যারা দিদির বাড়ি খিচুড়ি দেয় তারা অপরাধীদের ধরতে পারে না, টেবিলের তলায় থাকে।’’
তিনি বলেন, ‘‘সঞ্জয় (সঞ্জয় রায়, সিভিক ভলান্টিয়ার, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ধর্ষণ এবং খুন কাণ্ডে যাকে গ্রেপ্তার করেছিল পুলিশ) কী করে অবাধে হাসপাতালে ঘুরতে পারে তার জবাব দিতে হবে। আমরা তো কোনও অযৌক্তিক কথা বলছি না। যারা এই পরিস্থিতি তৈরি করেছে তাদের অপসারণ চাইছি।’’
মীনাক্ষী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। দম ধরে রাখতে হবে, ৯ ফুটের ব্যারিকেড থাকতে পারে, কিন্তু লড়াই চলবে। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, যদি কোনও রাজনৈতিক দলের চাকরগিরি করতে চাও তাহলে মানুষের ব্যারিকেড হবে। শিরদাঁড়া ঠিক করুন আর নিরপেক্ষতার সাথে রাজ্যে শান্তি সুরক্ষা বজায় রাখুন।
রাজ্য জুড়ে এই আন্দোলন চলবে।’’
সিপিআই(এম)’র ডাকে লালবাজার অভিযানে অস্থায়ী মঞ্চে সমহম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখার্জি।
Comments :0