ইন্ডিয়ান ডক্টরস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট খেদ জানিয়েছে স্বাস্থ্যের বরাদ্দে। সংগঠনের সভাপতি চিকিৎসক অরুণ মিত্র বলেছেন, ‘‘স্বাস্থ্য খাতে নাগরিক প্রতি বরাদ্দ মাত্র ৬৩৮ টাকা। এই বরাদ্দ তামাশা ছাড়া আর কিছু নয়। বাজেটে স্বাস্থ্য খাতে ৮৯ হাজার ২৮৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মোট বাজেটের আয়তন ৪৮.২১ লক্ষ কোটি টাকা। তার অর্থ, বাজেটের মাত্র ১.৮ শতাংশ বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্যে।’’
সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দ ১৩ শতাংশ বৃদ্ধির হিসেব দেখিয়েছে। এই চিকিৎসক সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেছেন, ‘‘গতবারের বাজেটে মোট বরাদ্দ ছিল ৮৮ হাজার ৯৫৬ কোটি টাকা। তার চেয়ে কম, ৭৯ হাজার ২২১ কোটি টাকা খরচ করে সরকার। এবার কম খরচের অঙ্কের নিরিখেই এবারের বরাদ্দে বৃদ্ধির হিসেব করা হচ্ছে। এবারও দেখা যাবে বরাদ্দের চেয়ে কম খরচ করছে কেন্দ্র।’’
সংগঠনের বক্তব্য, স্বাস্থ্য পরিষেবাকে কর্পোরেটের হাতে তুলে দিতে এই অবহেলা দেখিয়ে চলেছে কেন্দ্র।
BUDGET HEALTH
স্বাস্থ্যে মাথাপিছু বরাদ্দ ৬৩৮ টাকা, খেদ চিকিৎসকদের
×
Comments :0