আওয়ে ম্যাচে হায়দরাবাদের কাছে ২-০ গোলে হারল ইস্টবেঙ্গল। শুক্রবার হায়দরাবাদের জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে হায়দরাবাদ এফসি’র মুখোমুখি হয় লাল-হলুদ। সেই ম্যাচে হেরেই কলকাতা ফিরতে হচ্ছে ক্লেইটন সিলভাদের।
এদিন ৩৭ মিনিটের মাথায় মহম্মদ ইয়াসিরের করা গোলে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। ৮৫ মিনিটের মাথায় হায়দরাবাদের হয়ে ব্যবধান বাড়ান জেভিয়ার সিভেরিও। এই ম্যাচ জয়ের ফলে ২২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল হায়দরাবাদ। অপরদিকে ৯ ম্য়াচে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানেই রইল ইস্টবেঙ্গল।
এদিন ২-০ গোলে ম্যাচ হারলেও মাঝমাঠ দখলের ক্ষেত্রে হায়দরাবাদের সঙ্গে সমান তালে লড়াই চালাই ইস্টবেঙ্গল। ৯০ মিনিট শেষে হায়দরাবাদের তুলনায় ইস্টবেঙ্গলের বল দখলের হার বেশি ছিল। হোম টিমের তুলনায় বেশি পাসও খেলেছে লাল-হলুদ। সারা ম্যাচ জুড়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ‘স্ট্রাইকার’র অভাবে গোল করতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল।
Comments :0