England team

বিশ্বকাপ দল ঘোষণা ইংল্যান্ডের

খেলা

আসন্ন ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের জাতীয় দলের স্কোয়াডে বিশেষ করে আক্রমণ ভাগের দিকে চমক দেখিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট। তাঁরা প্রত্যেকে নিজের দেশের নামি ক্লাবে ফুটবল খেলে থাকেন। শুধু তাই নয় সবাই নিজের সেরা ছন্দে আছেন। এছাড়াও পুরো ২৬ জন সদস্যের তালিকাতে রয়েছে তারুণ্যের জোশ ও বেশি বয়সী খেলোয়াড়দের অভিজ্ঞতা। 
এবারের বিশ্বকাপে ইংল্যান্ড খেলোয়াড়দের কাছে সুযোগ থাকবে ১৯৬৬-র স্বর্ণালী স্মৃতি ফিরিয়ে আনার। সেবারের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড ৪-২ গোলের ব্যবধানে জার্মানিকে পরাজিত করে বিশ্বকাপ শিরোপা মাথায় তুলেছিল। 
আসন্ন কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের যেসব খেলোয়াড়দের দিকে নজর থাকবে: গোলে- জর্ডান পিকফোর্ড। ডিফেন্সে- এরিক ডায়ার। মিডফিল্ড- ম্যাসন মাউন্ট ও কনর গ্যালাগার। ফরোয়ার্ড- হ্যারি কেন, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, জ্যাক গ্রিলিশ, ফিল ফোডেন, রহিম স্টার্লিং।
প্রসঙ্গত, বিশেষ করে আক্রমণ ভাগে মার্কাস রাশফোর্ডের প্রতি নজর থাকবে। কারণ তিনি নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছে। ম্যান ইউ ক্লাবের হয়ে প্রায় প্রতি ম্যাচে গোল করছে বা গোলের ক্ষেত্রে বল সাজিয়ে দিচ্ছে। তাই আসন্ন বিশ্বকাপে কোচ গ্যারেথ সাউথ গেটের তুরুপের তাস হতে পারেন রাশফোর্ড। এছাড়াও টটেন হ্যাম হটস্পারের অধিনায়ক হ্যারি কেনের অভিজ্ঞতাটা খুব কাজে লাগতে পারে ইংল্যান্ড দলের। কারণ তিনি খেলতে খেলতে ম্যাচটাকে রিড করতে পারেন। আবার ম্যাচে বুকায়ো সাকা পিভোটাল রোলের ভূমিকা পালন করতে পারেন। এই কারণে বর্তমানে ইপিএল’র শীর্ষে থাকা আর্সেনাল দল ও কোচ মিকেল আর্তেতার খুব পছন্দের ফুটবলার তিনি।
বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াড:
গোলরক্ষক- জর্ডান পিকফোর্ড, নিক পোপে, অ্যারন রামসডেল।
রক্ষণ ভাগ- টরেন্ট আর্নল্ড, কোনোর কোডি, এরিক ডায়ার, হ্যারি ম্যাগুয়ার, লিউক শ, জন স্তনেস, কিয়েরন ত্রিপিপিয়ের, কাইল ওয়াকার, বেন হোয়াইট। 
মাঝমাঠ- জুড বেলিংহাম, কনর গ্যালাগার, জর্ডান হেন্ডারসন, ম্যাসন মাউন্ট, কেলভিন ফিলিপস, ডিক্লান রাইস। 
আক্রমণ ভাগ- ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ, হ্যারি কেন, জেমস ম্যাডিসন, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, রহিম স্টার্লিং, কলম উইলসন।
কোচ- গ্যারেথ সাউথ গেট 
   
  
 

Comments :0

Login to leave a comment