EURO FINAL 2024

ইউরোয় স্প্যানিশ আর্মাদাকে রুখতে সামনে আজ থ্রি লায়ন্স

খেলা আন্তর্জাতিক

আজ বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় ইউরো কাপের মেগাফাইনালে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড।

বাংলায় এক প্রবাদবাক্য আছে - ' জলে কুমির ডাঙায় বাঘ ' । আজকের খেলাটিও যেন অনেকটা সেইরকমই। সমুদ্রযাত্রায় স্প্যানিশ আর্মাদা অর্থাৎ স্পেন থাকলে । অন্যদিকে, ডাঙায় বাঘ অর্থাৎ ব্রিটিশ সিংহ ইংল্যান্ড। এই দুই দলের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে অবশ্যই ইংল্যান্ড । মোট ২৭ বারের সাক্ষাতে ইংল্যান্ড জিতেছে ১৪ এবং স্পেন জিতেছে ১০ টি । কিন্তু আজকের ম্যাচের প্রেক্ষাপট ভিন্ন। গ্রুপ অফ ' ডেথ ' কে পেরিয়ে জার্মানি ও ফ্রান্সের মতো দলগুলোকে হারিয়ে যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে স্পেন । তাদের লক্ষ্য চতুর্থ ইউরো জয় । তাদের মূল শক্তি দুই উইংয়ে। নিকো উইলিইয়ামস ও জামিন ইয়ামালের দুরন্ত গতি বেশ ধন্ধে ফেলে দিচ্ছে বিপক্ষ ডিফেন্সকে । তারপর আবার আজ ফাইনালে দলে ফিরতে পারেন দানি কার্বাহাল। পরবর্তীতে নেমে বারংবার নজর কাড়ছেন দানি ওলমো। পেদ্রি - রডরিরা দারুণ ভূমিকা পালন করছেন মাঝমাঠে।

অপরদিকে , ইংল্যান্ড দলের জয়ের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছেন মূলত চারজন। ফোডেন, কেন , বেলিংহাম  ও কবি মাইনো।  মাঝমাঠে বেলিংহাম, ফোডেন ও মাইনো নিজেদের মধ্যে প্রচুর জায়গা সাফলিং করছেন। স্ট্রাইকারে কেন কয়েকটি গুরুতবপূর্ণ গোল করলেও সেইভাবে তার খেলা এখনো ফুটে ওঠেনি । গ্রুপ লিগ থেকে খোঁড়াতে খোঁড়াতে উঠে সুইসদের বিপক্ষে শেষ মুহূর্তে বেলিংহাম ও কেনের করা গোল এবং ডাচদের হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। কিন্তু এই স্পেনকে আটকাতে গেলে শেষ মুহুর্ত অব্দি লড়াই করে যেতে হবে ইংল্যান্ডকে। তাদের মূল দুর্বলতার জায়গা ডিফেন্স লাইন । স্টোন্স - ওয়াকাররা অভিজ্ঞ হলেও বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাদের ডিফেন্সকে। আজ নিকো অথবা য়ামালকে আটকানোর দায়িত্ব বর্তাবে ওয়াকারের উপর । মূলত এই লড়াইটাই আজ বিচার করবে যে , কার হাতে উঠবে ইউরোর ট্রফি । এর আগে ২০২১ এ ঘরের মাঠ ওয়েম্বলিতে ফাইনালে উঠেও হারতে হয়েছিল ইংল্যান্ডকে । তাই আজ প্রথমবারের জন্য ট্রফিটি ছুঁতে চান সাউথগেট।

এক নজরে স্পেনের সম্ভাব্য প্রথম একাদশ ( ৪-২-৩-১) - সিমন ( গোলরক্ষক ), কার্বহাল, কুকুরেলা , নাচো, লাপোর্টে, রদ্রি, ফ্রান রুইজ , দানি ওলমো, উইলিয়ামস, য়ামাল ও মোরাতা ।

এক নজরে ইংল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ ( ৩-৪-২-১ ) - পিকফোর্ড ( গোলরক্ষক ) , ষ্টোনস, ওয়াকার, গুয়েহি, ট্রিপিয়ার, রাইস, সাকা, মাইনো, বেলিংহ্যাম , ফোডেন ও কেন ।

Comments :0

Login to leave a comment