শম্ভু সীমান্তে ফের আত্মহত্যা করলেন এক কৃষক। এমএসপি, ঋণ মুকুব সহ একাধিক দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এদিন ওই কৃষক বাকি কৃষকদের সাথে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ করেই তিনি বিষ খান বলে দাবি আন্দোলনরত কৃষকদের। তাঁর শারিরীক অবস্থার অবনতির কারণে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।
সারা দেশে ডিসেম্বরেই পাঁচশোর বেশি জেলায় সংযুক্ত কিসান মোর্চা বিক্ষোভ দেখিয়েছে ফসলের ন্যূনতম দাম নিশ্চিতকরণে আইনের দাবিতে। দাবি রয়েছে কৃষিঋণ মকুবেরও। এই পর্বে কৃষক আন্দোলনে অন্যতম বড় বিষয় হয়েছে কেন্দ্রীয় সরকারের কৃষি বিপণন নীতি কাঠামোর খসড়া বাতিল।
সারা ভারত কৃষকসভার সহসভাপতি এবং দেশের কৃষক আন্দোলনের নেতা হান্না মোল্লা বলেছেন, ‘‘কৃষি বিপণনের নতুন নীতি কাঠামো চালু হলে তিন কৃষি আইনের থেকেও মারাত্মক প্রভাব পড়বে কৃষি ক্ষেত্রে। কৃষকদের ফসল বিক্রির সরকারি কৃষি বাজার ব্যবস্থা তুলে দিয়ে কর্পোরেটের অবাধ আনাগোনা বৈধ করা হবে।’’
Farmer protest
শম্ভু সীমান্তে আত্মঘাতী কৃষকের
×
Comments :0