Shantipur Female Doctor

‘অভয়া কাণ্ডের’ হুমকি, শান্তিপুর হাসপাতালের সুপারের বিরুদ্ধে অভিযোগ মহিলা চিকিৎসকের

জেলা

‘কথা মতো চলতে হবে, না হলে দ্বিতীয় অভয়া কাণ্ড ঘটবে’। এমনই হুমকি দেওয়ার অভিযোগ তুললেন  শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের এক মহিলা চিকিৎসক। ওই চিকিৎসক সুকন্যা রায়ের অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে। 
চিকিৎসক বলেছেন, ‘‘এমন হুমকি শোনার পর বাকরুদ্ধ হয়ে যাই। চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। শান্তিপুর থানায় অভিযোগ জানিয়েছি।’’
চিকিৎসক আন্দোলনের অন্যতম নেতা ডা: উৎপল ব্যানার্জি বলেছেন, ‘‘এমন কোনও অভিযোগ এলে প্রশাসনের উচিত সঠিকভাবে তদন্ত করা।’’ তিনি বলেছেন, ‘‘কোনও প্রশাসক অভয়াকাণ্ডের মতো স্পর্শকাতর বিষয় টেনে এমন মন্তব্য করে থাকলে তা একেবারেই সমর্থনযোগ্য নয়। বিষয়টির তদন্ত হওয়া জরুরি।’’
চিকিৎসক সুকন্যা রায়ের বক্তব্য অনুযায়ী তিনি প্যাথলজিতে এমডি।  হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট হিসেবে কর্মরত। তাঁর অভিযোগ, ‘‘আমাকে প্যাথলজি বা ব্লাড ব্যাঙ্কে যুক্ত করার কথা ছিল। তা হয়নি। কেবল তা-ই নয়, ভয়ঙ্কর কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।’’
চিকিৎসকের অভিযোগ, ৩১ জানুয়ারি সুপার তাঁকে হুমকি দেন। ওই দিন সকাল ৯টা থেকে ২টো পর্যন্ত আউটডোরে ডিউটি করেন তিনি। তারপর ২টো থেকে ৫টা পর্যন্ত এমারজেন্সিতে ডিউটি দেওয়া হয়।
চিকিৎসক বলছেন, ‘‘একার ওপর জরুরি বিভাগের দায়িত্ব দেওয়া হয়। অনকল সিস্টেম ছিল না। কাজ শেষ হওয়ার পর চা খেতে যাই। হঠাৎ করে উনি (সুপার) কানের কাছে এসে বলে গেলেন যে বেশি বাড়াবাড়ি করছ। নির্দেশ না মানলে এখানে দ্বিতীয় অভয়া কাণ্ড হতে পারে।’’
চিকিৎসক নদীয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হেলথ সার্ভিসেস ডিরেক্টরের কাছে অভিযোগ দায়ের করেছেন। এই হুমকির পর আতঙ্কিত ওই মহিলা চিকিৎসক। ওই হাসপাতাল থেকে সরিয়ে অন্যত্র দায়িত্ব দেওয়ার আবেদন জানিয়েছেন চিকিৎসক। মহিলা চিকিৎসক বলেন, আমি মানসিকভাবে বিপর্যস্ত।

Comments :0

Login to leave a comment