MD SALIM ON SANDIP GHOSH

মদত কাদের, মাথা কারা জানতে হবে, সন্দীপ ঘোষের গ্রেপ্তারিতে সেলিম

রাজ্য কলকাতা

ছবি সংগ্রহ থেকে।

সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে জেরার দাবি সারা রাজ্যের মানুষ বারবারই করা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করার পর এখন দেখতে হবে তদন্ত কোন দিকে যাচ্ছে। এরাজ্যে সিবিআই’র রেকর্ড বিবেচনায় রেখেই এই নজরদারি জরুরি।
আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেপ্তারির প্রতিক্রিয়ায় এই মর্মে বক্তব্য জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
সেই সঙ্গে তাঁর দাবি, কেবল সন্দীপ ঘোষকে জেরা করলে হবে না, তার পিছনে মাথাদের গ্রেপ্তার করতে হবে। কাদের মদতে এই বেনিয়ম চালাতেন তিনি জানতে হবে। জেরা করতে হবে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও। কেন কার নির্দেশে সাক্ষ্য প্রমাণ লোপাটে তৎপর থেকে কলকাতা পুলিশ জানতে হবে। দেহ দ্রুত দাহ করা হয়েছে কার নির্দেশে জানতে হবে, গ্রেপ্তার করে জেরা করতে হবে তৃণমূলের নেতা নান্টু ঘোষকেও। 
প্রথম দিন থেকে দাবি ছিল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে। জেরার সময়ই দাবি উঠেছিল যে হেপাজতে নিয়ে জেরা করতে হবে সিবিআই-কে। এই কাজ কলকাতা পুলিশও করতে পারত। পুলিশ সন্দীপ ঘোষকে জেরার জন্য ডাকেইনি। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাটক করছেন।
পুলিশকে দিয়ে, কমিশনারকে দিয়ে, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দিয়ে স্বাস্থ্যভবনের একাংশের যোগসাজশে চলতে থাকা দুর্নীতি চক্রকে আড়াল করা হলো। 
সেই সঙ্গে মিথ্যা মামলা হয়েছে। কেবল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলে হবে না। তার মাথারা, যাদের জন্য তিনি এক হাসপাতাল থেকে আরেক মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষ হয়ে যান, তাঁকে সাসেপেন্ড করা হয় না, কারণ তার পিছনে মাথা আছে। এই মাথাকে খুঁজে বের করতে হবে। 
আজকেও জুনিয়র ডাক্তাররা বিক্ষোভে, কাল বামফ্রন্ট, রবিবার সব অংশের মানুষ পথে নেমেছেন বিচারের দাবিতে পথে নেমেছেন। সিবিআই গ্রেপ্তার করেছে, কিন্তু তদন্ত কোন দিকে যাবে নজরে থাকবে। কারণ সিবিআই’র রেকর্ড এরাজ্যে ভালো নয়। দেখতে হবে সন্দীপ ঘোষকে অপরাধী বলবে না রাজসাক্ষী করবে সিবিআই, সেটা স্পষ্ট হচ্ছে না।  
জুনিয়র ডাক্তাররা দাবি করেছেন, সারা রাজ্যের মানুষ করছে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরাতে হবে। জুনিয়র ডাক্তারদের ওপর লাঠি গুলি কাঁদানে গ্যাস চললে রাজ্যের মানুষ বরাবরের জন্য লালবাজার ঘেরাও করে রাখবেন। 
গোয়েলকেও জেরা করতে হবে। কেন সাক্ষ্য প্রমাণ লোপাটে এই তৎপরতা জানতে হবে। বাড়িতে ফোন করে আত্মহত্যা বলা হয়েছিল কেন, জানতে হবে। তৃণমূল নেতা নান্টু ঘোষের নেতৃত্বে শ্মশানে দ্রুত দাহ করা হয়েছিল চিকিৎসক ছাত্রীর দেহ। তাকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। তাকেও গ্রেপ্তার করে জেরা করতে হবে যে কার নির্দেশে এসব করা হলো। দ্রুত দেহ দাহ করে দেওয়া হলো কেন।

Comments :0

Login to leave a comment