বৃহস্পতিবার মধ্যরাতে নাগেরবাজারের একটি গুদামে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা গুদামে। রাতেই দমকলের ৩০ টি ইঞ্জিন প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এক্ষেত্রে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
দমকলের অনুমান পাশের আইসক্রিম কারখানা থেকে এই আগুন লেগেছে। সংবাদ সংস্থা পিটিআইকে দমকলের এক আধিকারিক জানিয়েছেন গুদামে বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়ঙ্কর আকার নেয়। প্রায় সাত ঘন্টা চেষ্টা চালানোর পর নিয়ন্ত্রণে আসে আগুন।
মধ্যরাতে হঠাৎ করে আগুন লাগায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। দমকলে খবর দেওয়ার আগে স্থানীয়রা চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণে আনার।
Comments :0