বাদগামে গুলিতে আহত হয়েছেন দুই শ্রমিক। মধ্য কাশ্মীরের এই জেলার মজহামা এলাকায় গুলিচালনাকে সন্ত্রাসবাদী নাশকতার আরেকটি ঘটনা বলেছে প্রশাসন।
পুলিশ বলেছে, শুক্রবার সন্ধ্যায় মজহামায় হামলা চালায় সন্ত্রাসবাদীরা। আহত হন দুই শ্রমিক। তাঁরা দু’জনেই উত্তর প্রদেশ থেকে এসেছিলেন কাজে। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দু’জনের অবস্থা আপাতত স্থিতিশীল।
‘জল জীবন’ প্রকল্পে কলাজ করছিলেন এই দুই শ্রমিক সঞ্জয় এবং ওসমান। হামলার পরই পুলিশ এবং নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে। রাতেও এলাকায় বড় সংখ্যায় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।
গত এক মাসের কিছু বেশি সময়ে পরপর নাশকতা চলছে জম্মু ও কাশ্মীরে। এর মধ্যেই বিধানসভা নির্বাচনে রাজ্যে আসীন হয়েছে ন্যাশনাল কনফারেন্স সরকার।
২৪ অক্টোবর তিন সেনা জওয়ান এবং সেনার দুই মালবাহক নিহত হন গুলমার্গের কাছে বোটা পাহাড়ি এলাকায়। এই ঘটনায় সন্ত্রাসবাদীরা গুলি চালিয়েছিল সেনার গাড়িতে।
২০ অক্টোবর কাশ্মীরের গন্ডেরবাল জেলায় নাশকতায় নিহত হন এক চিকিৎসক এবং সাত নির্মাণকর্মী নিহত হন আরেক হামলায়। তাঁরা নির্মীয়মান সুড়ঙ্গে কাজ করছিলেন। নিহতদেরদের মধ্যে জম্মু ও কাশ্মীরের বাইরের শ্রমিকরাও ছিলেন।
তার আগে, ১৮ অক্টোবর, বিহারের এক শ্রমিক অশোক চৌহান নিহত হন গুলিতে।
ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সোচ্চার হয়েছেন সিপিআই(এম) নেতা এবং বিধায়ক ইউসুফ তারিগামিও।
BUDGAM FIRING KASHMIR
ফের গুলি কাশ্মীরে, বাদগামে আহত ২ শ্রমিক
×
Comments :0