ভিনরাজ্যে কাজে গিয়ে আবার মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। গুজরাটের সুরাটে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে হয়েছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের এক শ্রমিকের। মৃতের নাম নবাব শেখ(২২)। বাড়ি মন্তেশ্বর থানার তেঁতুলিয়া গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে বেশি উপার্জন হলে পরিবারের লোকজনের সুরাহা হয়। এই আশায় তিনি গুজরাটের সুরাটের একটি সোনার গহনার দোকানে কারিগরের কাজ করতেন। বুধবার দুপুরে সেখানে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে যায়। তাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। সেদিন দুপুরেই বাড়িতে ফোন করে এই দুর্ঘটনার কথা জানানো হয়। মর্মান্তিক এই ঘটনার কথা শোনার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন নবাব শেখ। বাড়িতে তাঁর বিবাহিত স্ত্রী, মা-বাবা ও বোন রয়েছেন। তাঁর দেহ গুজরাট থেকে প্লেনে নিয়ে আসা হচ্ছে। বৃহস্পতিবার রাত দুটো নাগাদ মন্তেশ্বরের নিজের বাড়িতে নবাব শেখের মৃতদেহ পৌছাবে বলে আত্মীয়-স্বজন মনে করছেন। শুক্রবার তার শেষকৃত্য হবে। স্থানীয় মন্তেশ্বর থানা এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি।
Migrant Worker Death
ফের ভিন রাজ্যে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের
×
Comments :0