শুক্রবার রাত ২:৩০ মিনিট নাগাদ শহরে পা রাখলেন মোহনবাগানের নতুন বিদেশি গ্রেগ স্টুয়ার্ট। ওই রাতে তাকে শহরে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে হাজির ছিলেন সবুক মেরুন সমর্থকরা। এর আগে জামশেদপুর ও মুম্বাই সিটির হয়ে খেলা এই তারকা ফুটবলার পড়বেন মোহনবাগানের ১০ নম্বর জার্সি। যেই জার্সি গায়ে জড়িয়েছিলেন ব্যারেটো, কাতসুমি, বেইটিয়া ও বুমোসের মতো ফুটবলাররা । স্কটিশ এই মিডফিল্ডারের রেঞ্জার্সের মতো ক্লাবেও খেলার অভিজ্ঞতা রয়েছে।
২০২০ - ২১ মরসুমে স্কটিশ প্রিমিয়ারশিপ জিতে এসেছিলেন আইএসেলে। প্রথম মরশুমে ২০২১ - ২২ এ জামশেদপুরের হয়ে এবং ২০২২ - ২৩ এ মুম্বাইয়ের হয়ে জিতেছিলেন আইএসএল শিল্ড। এছাড়াও, ২০২১ - ২২ এ জিতেছিলেন আইএসেলের গোল্ডেন বল ( টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরষ্কার)। ২০২২ এ ডুরান্ডেও জিতেছিলেন গোল্ডেন বল। ২০২৩ এ ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ( FPAI) এর তরফ থেকে পেয়েছিলেন সেরা বিদেশি ফুটবলারের পুরস্কার। সূত্রের খবর এদিন বিকেলে মোহনবাগান মাঠে অনুশীলনে নামতে পারেন এই তারকা বিদেশি।
Comments :0