Street Dog

কুকুরের পাল ক্ষতবিক্ষত করল মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে

জেলা

কালিম্পং সদর এলাকায় পথ কুকুরদের হামলার শিকার মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। পথ কুকুরদের নৃশংস হামলায় গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। 
জানা গেছে, শুক্রবার মধ্যরাত্রে কালিম্পঙ সদরের প্রিয়তাম রোড এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপর হামলা চালায় প্রায় ২৫ থেকে ৩০টি কুকুরের একটি দল। পথ কুকুরদের আক্রমণে ব্যক্তির সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। শরীরের জামাকাপড় ছিঁড়ে নেয়। সারা শরীরে কুকুরের কামড়ের দাগ পড়ে যায়। ওই ক্ষতবিক্ষত নগ্ন অবস্থাতেই রাস্তায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। শনিবার সকালে প্রাতঃভ্রমনে বেরিয়ে স্থানীয়রা তাঁকে রাস্তার ধার থেকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। কালিম্পঙ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কালিম্পঙ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। 
এবিষয়ে কালিম্পঙের জেলা শাসক বালাসুব্রক্ষ্মন্যম টি বলেন, মার্মন্তিক ঘটনা ঘটেছে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির চিকিৎসা চলছে। আক্রমণকারী কুকুরদের ধরার ব্যবস্থা করা হবে। যদিও পরিকাঠামোগত সমস্যার কারণে কাজ করতে বিলম্ব হচ্ছে। পথ কুকুরদের বংশবৃদ্ধি রোধে অভিযান চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় দীর্ঘ দিন ধরেই পথকুকুরদের দৌরাত্ম্যে অতিষ্ট সাধারণ মানুষ। প্রতিদিনই কুকুরের কামড়ের শিকার হতে হচ্ছে এলাকার মানুষজনদের। এবিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

Comments :0

Login to leave a comment