Hariyana farmers on protest

নুন্যতম সহায়ক মূল্য না পেয়ে হরিয়ানায় পথ অবরোধ কৃষকদের

জাতীয়

কৃষকদের কাছ থেকে নুন্যতম সহায়ক মূল্যে সূর্যমুখীর বীজ ও বাজরা কিনতে রাজি নয় হরিয়ানা সরকার। সেই কারণে মঙ্গলবার ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল কৃষকরা। কুরুক্ষেত্রের সাহাবাদ এলাকায় এদিন জাতীয় সড়ক অবরোধ করে তীব্র পর্তিবাদ দেখান কৃষকরা। ভারতীয় কিসান ইউনিয়নের (চারুনি) ডাকে এদিন হাজার হাজার কৃষক এসে জমায়েত হয় সাহাবাদ বাজারে। সরকারের কাছে কৃষকরা দাবি করেছিলেন কুন্টাল প্রতি ৬,৪০০ টাকা নুন্যতম সহায়ক মূল্যে কেনা হোক সূর্যমুখীর বীজ। কিন্তু সরকার সাফা জানিয়ে দেয় তারা নুন্যতম সহায়ক মূল্যে কিনবে না। যার ফলে কুইন্টাল প্রতি ৪ হাজার টাকায় সূর্যমুখীর বীজ বেচতে বাধ্য হয়েছে বহু কৃষক।


৩০ মে হরিয়ানা এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নোটিস দিয়ে জানায় যে সূর্যমুখীর বীজ ও বাজরাকে ভবন্তর ভরপাই যোজনায় (বিবিওয়াই)যুক্ত করা যাবে না। অর্থাৎ সরকার সাফ জানিয়ে দেয় এই শষ্যগুলির নুন্যতম সহায়ক মূল্য দিয়ে কিনবে না সরকার। বরং কৃষকরা যদি তাদের শষ্য বেসরকারি ক্রেতাদের কাছে বিক্রি করে সেক্ষেত্রে কুইন্টাল প্রতি ১ হাজার টাকা দেব মনোহর লাল খট্টারের সরকার। অর্থাৎ কৃষিতে বেসরকারি বিনিয়োগের পথ খুলতে এখনও মরিয়া হরিয়ানার বিজেপি সরকার। কৃষকদের দাবি বেসরকারি ক্ষেত্রে বিক্রি করলে একর প্রতি কৃষকদের লোকসান হবে প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। সরকার নুন্যতম সহায়ক মূল্য দিয়ে সূর্যমুখীর বীজ ও বাজরা না কেনা পর্যন্ত কৃষকরা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানান গুরনাম সিং চারুনি।

Comments :0

Login to leave a comment