মঙ্গলবার ভোর থেকেই কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। ঠাণ্ডার দাপট ধীরে ধীরে বাড়তে শুরু করেছে জেলা জুড়েই। দৃশ্যমান্যতার অভাবের কারণে রাস্তায় লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গিয়েছে। কনকনে ঠাণ্ডা, সঙ্গে হালকা হাওয়া, ঠাণ্ডায় কাবু সাধারণ মানুষ। আগুন জ্বালিয়ে শরীর সেঁকতে দেখা যাচ্ছে অনেক জায়গায়।
সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি। ঠাণ্ডার দাপট আরো বাড়বে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। শীত পড়তেই বিক্রি বেড়েছে ভাপা পিঠার সকাল সন্ধ্যে পথেঘাটে আজও স্বমহিমায় উত্তর বাংলার এই প্রাচীন ‘ফাস্ট ফুড’।
নেই কোনো বিজ্ঞাপন, নেই আধুনিক রংচঙে মোড়ক তবুও আজও ভোরের আলো ফুটতেই আট থেকে আশি ভিড় জমায় ধূমায়িত ভাকা পিঠের উনুনের পাশে।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দার্জিলিঙ পাহাড় সহ পাহাড় লাগোয়া দার্জিলিঙ জেলার সমতলের শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় জাঁকিয়ে পড়েছে শীত।
মঙ্গলবার খুব সকালে সাদা কুয়াশার চাদরে মুড়েছিলো শহর। ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিলো চারিদিক। কোন কিছুই দৃশ্যমান হচ্ছিল না। চারিদিকে শুধু সাদা রঙ। বেলা বাড়লেও শহরে কুয়াশার চাদর পুরোপুরি সরেনি। বেশি বেলায় রোদের হালকা উঁকিঝুকি দেখা গেলেও, শীতের প্রকোপ আরো তীব্র হতে শুরু করে।
ঘন কুয়াশার জেরে এদিন সকাল থেকেই কোনও উড়ান ওঠানামা করেনি বাগডোগরা বিমান বন্দরে। সাধারণত দৃশ্যমানতা ৭০০ মিটারের কম হলে বিমনাবন্দরে বিমান ওঠানামা করতে পারে না। দিল্লি থেকে দু’টি উড়ান বাগডোগরার দিকে রওনা হলেও, এয়ার ট্রাফিক কন্ট্রোলের পরামর্শ অনুযায়ী কলকাতায় সরিয়ে দেওয়া হয়। মুম্বাই থেকে বাগডোগরামুখী একটি উড়ানকেও একইভাবে গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় উড়ান ওঠানামা না করায় বিমানযাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, অটোমেটিক ল্যান্ডিং সিস্টেম থাকলেও তা কাজ করছে না। ফলে মঙ্গলবার সকাল থেকে ১০টি বিমান অবতরণ করার কথা থাকলেও সাড়ে এগারোটা পর্যন্ত একটি বিমানও ওঠানামা করতে পারেনি। কুয়াশা কেটে গেলে বিমান পরিষেবা স্বাভাবিক হবে বলে আশাবাদী বিমানবন্দর কর্তৃপক্ষ।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তরের দার্জিলিঙ জেলা সহ পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দৃশ্যমানতা অনেকটাই কমবে। ৫০ মিটারে পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে।
উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি, উত্তরদিনজাপুর, মালদা জেলায় কুয়াশা নিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাই কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাচ্ছন্ন থাকবে।
WINTER NORTH BENGAL
ঘন কুয়াশায় বাগডোগরায় নামল না বিমান, বাড়ছে ভাকা পিঠের বিক্রি
×
Comments :0