উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ফের অতি গভীর নিম্নচাপ। আজ সেই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি। ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ফেনগাল। ঘূর্ণিঝড়টি ঘনীভূত হয়ে উত্তর পশ্চিমে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাবে।
মৌসম ভবনের পূর্বাভাস তামিলনাড়ুর আট জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
চেন্নাই, ময়িলাদুথুরাই, তিরুভারুর, নাগাপট্টিনম, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপেট এবং কাড্ডালোর এই জেলাগুলিতে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু রাজ্যজুড়ে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। কাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আজ রাতে ঘূর্ণিঝড় ফেনগাল ল্যান্ডফল করবে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এনডিআরএফ ও এসডিআরএফ টিমের সঙ্গে বৈঠক করেছেন। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে প্রায় ১৬০০ ত্রাণশিবিরের ব্যবস্থা করা হয়েছে। তামিলনাড়ুর আবহাওয়া দপ্তর মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে। যে ট্রলার গুলো মাছ ধরতে সমুদ্রে গিয়েছে তাঁদের বন্দরে ফিরে আসতে বলা হয়েছে।
FENGAL TAMIL NADU
ঘুর্ণিঝড়, ভারী বৃষ্টি তামিলনাডুতে, বন্ধ স্কুল, বৈঠকে স্ট্যালিন
×
Comments :0