Balurghat Kolkata Tebhaga Express

ওভার হেডের তার ছিঁড়ে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেসে বিপত্তি

রাজ্য জেলা

চলন্ত ট্রেনের উপর ছিঁড়ে পড়ল হাই ভোল্টেজ ইলেক্ট্রিক তার। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেলে বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস। সোমবার সকালে বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশে রওনা দিতেই দুর্ঘটনার কবলে পড়ে তেভাগা এক্সপ্রেস। ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের পোলানপুরে রামপুর স্টেশনে ঢোকার আগেই।
বড় দুর্ঘটনার হাত থেকে তেভাগা এক্সপ্রেসের যাত্রীরা বাঁচলেও রেলচলাচলের সুরক্ষায় প্রশ্ন উঠছে। ইলেক্ট্রিক তার ছেঁড়াতে ট্রেন থেমে যেতেই প্রাণ ভয়ে যাত্রীদের মধ্যে ট্রেন থেকে নামার  হুড়োহুড়ি পড়ে যায়। 
কয়েকদিন ধরে চলা বোল্লার মেলা উপলক্ষে এদিন ট্রেনে ঠাসাঠাসি ভীড়ে প্রাণ ওষ্ঠাগত ছিল যাত্রীদের। এরমধ্যে তার ছিঁড়ে ট্রেন প্রায় তিন ঘন্টা দাঁড়িয়ে পড়াতে ক্ষোভে ফেটে পড়ে দুরদুরান্তের যাত্রীরা। এদিন নির্দিষ্ট সময়ে বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশে রওনা হয় তেভাগা এক্সপ্রেস। রামপুর স্টেশনে ঢোকার আগেই পঁচিশ হাজার হাই ভোল্টেজ ইলেক্ট্রিকের তার ছিঁড়ে যায়। মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে যায় ট্রেনটি। যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি না হলেও বহু যাত্রীর নির্দিষ্ট স্থানে সময় মতো না পৌঁছানো এবং এই ট্রেনের উপর ভরসা করে পরবর্তী আবারও নির্দিষ্ট ট্রেন ধরার ব্যাপারে ভীষণ উদ্বিগ্ন হতে দেখা গেছে। খবর পেয়ে রেল দপ্তরের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারটিকে মেরামত করার প্রক্রিয়া শুরু করে রেল দপ্তরের নির্দিষ্ট কর্মীরা। পরবর্তীতে মালদা থেকে আরো একটি ইঞ্জিন আসে ঘটনস্থলে। নির্দিষ্ট সময়ের প্রায় চার ঘণ্টা পর অন্য ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে গন্তব্যস্থলের দিকে রওনা দেয়।   দীর্ঘক্ষণ ধরে ট্রেন আটকে থাকার কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কী কারণে ইলেকট্রিক তার ছিঁড়ে গেল, তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। রেল দপ্তর সুত্রেই জানাযায় বিদ্যুতের উৎসের দিকের তারের অংশ কেটে পড়ায় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment