পঞ্চম দফা লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিন শনিবার হুগলী, শ্রীরামপুর ও আরামবাগের সর্বত্রই বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে নিবিড় প্রচারাভিযান চলে। গ্রাম-গঞ্জের বুথে বুথে এবং শহরের বিভিন্ন ওয়ার্ড ও শ্রমিক মহল্লাগুলিতে সারাদিন ধরে অটো-টোটোয় প্রচার হয়। পাশাপাশি বিভিন্ন জায়গায় মিছিল ও পথসভা হয়। অনেক জায়গায় বামফ্রন্ট কর্মীরা বাড়ি বাড়ি প্রচার ও এলাকা সাঁঝিয়ে তোলার কাজ করেন। এই প্রচারে সর্বত্রই ছাত্র যুব, মহিলা, কৃষক - খেতমজুর, শিক্ষক শ্রমিকরা সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
হুগলী লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত, কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী মনোদীপ ঘোষ পোলবা থানা এলাকায় প্রচার করেন। সকাল ৮ টায় প্রচার শুরু করে ওচাই, বেলগোড়, রথতলা, ঠাকুরপুকুর সহ বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে প্রচার করেন।
এলাকার মানুষ বাম প্রার্থী কাছে পেয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। ১০০ দিনের কাজ নিয়ে বলেন, আপনারা চালু করেছিলেন তৃণমূল চুরি করে বন্ধ করে দিলো। দাবি করলেন আপনি সাংসদে গেলে জিনিস পত্রের দাম কমাবেন আমাদের জন্য। গ্রামের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করতে হবে। আপনারাই পারবেন মানুষের জন্য কাজ করতে। ত্রিবেনি মনসাতলাতে মনোদীপ ঘোষের সমর্থনে পথ সভা হয়।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে এসএফআই ও ডিওয়াইএফআই কোতরং-হিন্দমোটর আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে প্রচার মিছিল হয় এলাকা জুড়ে। ছিলেন জেএনইউ ছাত্র সংসদের সহ সভাপতি অভিজিৎ ঘোষ সহ ছাত্র-যুব নেতৃত্ব। উওরপাড়া সিএ মাঠ থেকে আরো একটি প্রচার মিছিল হয়। এই মিছিল রঘুনাথপুর বাজারে শেষ হয়। সকালে উত্তরপাড়া পৌরসভা গেটে সাফাই কর্মীদের মধ্যে তাদের সময়ে বেতন দেওয়া ও অন্যান্য দাবিগুলিকে সামনে রেখে সাধারণ শ্রমিকদের উপস্থিতিতে এক গেট সভা হয়। ওই সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনে অস্থায়ী শ্রমিকদের সমস্যার কথা আইন সভায় সঠিক ভাবে তুলে ধরার জন প্রার্থী দিপ্সীতা ধরকে জয়ী করার আহব্বান জানান ইউনিয়নের সভাপতি শঙ্কর মুখার্জী এবং প্রার্থীর সমর্থনে প্রচার পত্র শ্রমিকদের মধ্যে বিলি করা হয়।
এদিন আরামবাগ লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী বিপ্লব কুমার মৈত্রের সমর্থনে খানাকুল ১ ব্লকের অন্তর্গত কিশোরপুর ১, কিশোরপুর ২, পোল ১, ঘোষপুর ও ঠাকুরাণীচক পঞ্চায়েত এলাকায়। সকালে রামপ্রসাদ সিপিআই(এম) অফিস থেকে প্রচার মিছিল শুরু হয়। দুপুর বেলা পর্যন্ত এই প্রচার মিছিল এলাকায় সাড়া ফেলে। প্রার্থীকে কাছে পেয়ে গ্রাম বাসীদেরমধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল দেখার মতো। প্রচারের শেষ বেলায় বিকালে আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের পাড়আদ্রা আদিবাসী পাড়ায় প্রচারে যান প্রার্থী বিপ্লব কুমার মৈত্র। বাড়ি থেকে বহু মানুষ জন বেরিয়ে এসে প্রার্থীকে সম্বর্ধিত করলেন। প্রার্থী বিপ্লব কুমার মৈত্র তাদের উদ্দেশ্যে বুথ আগলানোর কথা বললেন। বলেন, ভোট লুঠ করতে এলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। চোখে চোখ রেখে লড়াই করার আহবান জানান তিনি। প্রার্থীর এই আহবানে সহমত জানান গ্রামবাসীরা।
Lok Sabha Election 2024
চোখে চোখ রেখে লড়াইয়ের আবেদনে সারা হুগলির তিন কেন্দ্রে
×
Comments :0