নির্বাচনী প্রচারের শেষ দিনে শনিবার সকাল থেকেই হাওড়া জেলার অধিকাংশ অঞ্চল কার্যত চলে যায় লাল ও জাতীয় কংগ্রেসের ঝান্ডার দখলে। হাওড়া কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী আজাহার মল্লিক ও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে জগৎবল্লভপুর ও ডোমজুড় বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার করা হয়। জেলার শহরাঞ্চলে ওর্যাড ভিত্তিক ও গ্রামামাঞ্চলে পঞ্চায়েত ভিত্তিতে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। সকাল থেকেই হাওড়া জেলা জুড়ে বামপন্থী ও জাতীয় কংগ্রেসের প্রার্থীদের সপক্ষে সুসজ্জিত প্রচার মিছিল হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয়। প্রচারের শেষ দিনে কোথাও মিছিল আবার কোথাও শেষ মূহূর্তে জনতার কাছে পৌছে যাচ্ছেন প্রার্থীরা।
এদিন সকাল থেকেই বালটিকুড়ি মোল্লা পাড়া অঞ্চলে বামপন্থী কর্মী সমর্থকরা লাল পতাকা, বেলুন, প্রার্থীর সমর্থনে ফ্লেক্স নিয়ে জমায়েত হতে থাকে। প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি পৌঁছানো মাত্র প্রচার মিছিল শুরু হয়। সহস্রাধিক মানুষের মিছিলে পা মেলান সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। প্রচার মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে শানপুর মোড়ে শেষ হয়।
উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের সর্বত্র প্রচার হয়। বামফ্রন্ট ও কংগ্রেস কর্মীরা বিভিন্ন বুথে বুথে বুথ স্লিপ বিলি করেন। এছাড়াও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজহার মল্লিকের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করে। প্রচারের শেষ মুহূর্তে সাধারণ মানুষের মনে উৎসাহ লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের নিয়ম মেনে সন্ধ্যার আগেই নির্বাচনী প্রচারের কাজ শেষ হয়।
Lok Sabha Election 2024
প্রচারের শেষ দিনে সুসজ্জিত মিছিল হাওড়া, উলুবেড়িয়া ও শ্রীরামপুরে
×
Comments :0