RBU illigal construction demolised

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভাঙা হল তৃণমূলের অবৈধ নির্মান

কলকাতা

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে (হেরিটেজ বিল্ডিংয়ের) সামনে হঠাৎ গজিয়ে ওঠা তৃণমূলের কার্যালয় ভাঙল রাজ্য পুলিশ। তৃণমূল পরিচালিত সারা বাংলা শিক্ষক সমিতির কর্মচারীদের ওই অফিস মঙ্গলবার ভেঙে গুড়িয়ে দেওয়া হয় হাইকোর্টের নির্দেশে। এর আগে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জোরাসাঁকো ক্যাম্পাসেও অবৈধভাবে তৃণমূল ছাত্র পরিষদের অফিস গড়ে ওঠা নিয়ে তীব্র বিতর্ক হয়। ঐতিহ্যবাহী ভবন হিসেবে চিহ্নি মহর্র্ষি ভবনে একটি অংশ দখল করে তার গঠন ও রং বদলে তৃণমূলের অফিস বানানো হয়। সেক্ষেত্র গত নভেম্বরে হাইকোর্টের নির্দেশ দেয় ঐতিহ্যবাহী ভবনের কাঠামো বদলানো যায় না। তেমনি দখলদারিও ছাড়তে হবে। 

 
বিটি রোড ক্যাম্পাসেও একটি জায়গা দখল করে অবৈধভাবে ঘর বানায় আজ দুপুরে কলকাতা হাইকোর্টের নির্দেশে হেরিটেজ বিল্ডিং এর সামনে গড়ে ওঠা তৃণমূল পরিচালিত সারা বাংলা শিক্ষক সমিতির অফিস ভেঙে ফেলা হয়। পুলিশ ঘটনাস্থলে দাড়িয়ে থেকে সম্পূর্ণ গুরিয়ে দেয় সেই ভবনটি

Comments :0

Login to leave a comment