CPIM CAMPAIGN KALIAGANJ

বাম প্রার্থীর সমর্থনে কালিয়াগঞ্জে প্রচার

জেলা

CPIM CAMPAIGN KALIAGANJ ক্যাপশান - আল মাঠ পেরিয়ে গ্রামে গ্রামে বামফ্রন্ট প্রার্থীদের ভোট প্রচার উত্তর দিনাজপুরে। ছবি বিশ্বনাথ সিংহ

তৃণমূল-বিজেপি একে অপরের পরিপূরক। এই দুই দলের মধ্যে আদতে কোনও লড়াই-বিবাদ নেই। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মানুষের পঞ্চায়েত গড়ে তৃণমূল- বিজেপি’কে নির্মুল করতে বৃহস্পতিবার ভোট প্রচারে নামলেন বহু মানুষ। এদিন বিকেলে কালিয়াগঞ্জ ব্লকের মোস্তফানগর গ্রাম পঞ্চায়েতের রাউত গাঁওয়ে  সিপিআই(এম) প্রার্থী বিপুল কুমার রায়ের সমর্থনে বিশাল মিছিল হয়। 


কৃষি প্রধান কালিগঞ্জ ব্লক বলেই পরিচিত। সব্জি থেকে কাঁচা লঙ্কার কৃষি এলাকা হিসাবে আজও পরিচিত। কৃষকের ফসলের দাম নেই, আগামী প্রজন্ম কৃষিকাজে আসতে চাইছে না। কৃষি ক্ষেত্রে সেই জৌলুষ হারিয়েছে। কৃষক ফসলের দাম পাচ্ছে না, মাঠে কাজ নেই। কাজ নেই, গ্রামের বহু যুবক যুবতী গ্রাম ছেড়ে ভীন রাজ্যে কাজের সন্ধানে চলে যাচ্ছেন। তৃণমূল দুষ্কৃতীদের সন্ত্রাসের কারণে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেননি মানুষ। এবারেও সন্ত্রাসের রাস্তা বেছে নিয়ে বামপন্থী প্রার্থীদের মনোনয়নে বাঁধা দিয়েছে শাসক দলের দুষ্কৃতীরা। হুমকি, বোমা, গুলি, মারধর, অপহরণ এমনকি পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বাম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করিয়েছে সেই ছবিও ধরা পরেছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। শাসক দলের দুষ্কৃতীদের সন্ত্রাস হুমকি বিরুদ্ধে প্রতিরোধে নেমেছেন মানুষ। তাঁরা চায় না চুরি, দুর্নীতি ও শাসকদলের সন্ত্রাস মুক্ত পঞ্চায়েত, মানুষের পঞ্চায়েত। এদিন মানুষের পঞ্চায়েত গড়ে তুলতে লাল ঝান্ডা হাতে নিয়ে গ্রামের আল পথে মিছিল এগিয়ে নিয়ে গেলেন অসংখ্য মানুষ। 


এদিন মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের সিপিআই(এম)প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে প্রচারের কাজ শুরু করেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। সব বাধাকে উপেক্ষা করেও এবার মানুষ নিজের হাতে নিজের ভোট দেবেন মানুষ বলছেন গ্রামের মানুষ। গ্রামের ছাত্র যুব মহিলাদের বক্তব্য বিজেপি তৃণমূলকে নির্মুল করতে প্রয়োজনে ভোটের বাকি দিন গুলতে রাত পাহারায় থাকবেন তাঁরা। সব মিলেয়ে এখন ভোটের প্রচার তুঙ্গে কালিয়াগঞ্জ।

Comments :0

Login to leave a comment