আজ রবিবাসরীয় অলিম্পিকে দুটি ইভেন্টে ভারতের সামনে রয়েছে সেমিফাইনাল ও ফাইনালে যাওয়ার রাস্তা । প্রথমে ব্যাডমিন্টনে নামবেন লক্ষ্য সেন । দুপুর সাড়ে তিনটের ম্যাচে ডেনমার্কের বিরূদ্ধে নামবেন তিনি । বর্তমানে বিশ্বের দ্বিতীয় র্যাংকের স্থানাধিকারী ড্যানিশ ভিক্টর একসেলেনের বিরুদ্ধে নামবেন বিশ্বের চতুর্দশ স্থানাধিকারী লক্ষ্য সেন । ইতিহাসের সম্মুখে দাঁড়িয়ে লক্ষ্য সেন তাই আজ বেশ ফোকাস। ফাইনালে উঠে স্বর্ণজয়ের আশায় বুঁদ এই ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। তার ইভেন্ট শুরু দুপুর ৩ : ৩০ থেকে।
হকিতে আজ ভারতের সামনে সুযোগ সেমিফাইনালে ওঠার । আজ কোয়ার্টারে গ্রেট ব্রিটেনের সামনে হারমনপ্রিতরা । ইভেন্ট শুরু দুপুর ১ : ৩০ টায়। এছাড়াও আজ শুটিংয়ের স্কিটে যোগ্যতা অর্জন পর্বে নামবেন রাইজা ধিলন ও মাহেশ্বরী চৌহান । তাদের ইভেন্ট শুরু দুপুর ১ টা থেকে । ২৫ মিটারের র্যাপিড ফায়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে রয়েছেন অনিশ ও বিজয়বীর সিন্ধু। ইভেন্ট শুরু দুপুর ১২ : ৩০ ও বিকেল ৪: ৩০ থেকে । বক্সিংয়ের কোয়ার্টারে নামবেন লাভলিনা বিকেল ৩ টে থেকে। গলফে গগনজিত ও শুভঙ্করের ইভেন্ট দুপুর ১২ : ৩০ থেকে । সেলিংয়ে বিষ্ণু সর্বনন ( বিকেল ৩ : ৩৫ ) ও নেত্রা কুমানন ( সন্ধ্যা ৬ : ০৫ ) ।
Comments :0