Jharkhand

ঝাড়খন্ডে সরকার গঠনের পথে ইন্ডিয়া

জাতীয়

মহারাষ্ট্রে ফের এনডিএ সরকার গঠনে সক্ষম হলেও ঝাড়খন্ডে তারা এবারও ব্যার্থ। টানা দ্বিতীয় বার ঝাড়খন্ডে ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস এবং জেএমএম জোট। শনিবার ভোট গননা শুরু হওয়ার পর থেকে ইন্ডিয়া এবং এনডিএ’র মধ্যে কড়া টক্কর চলছিল বাংলার প্রতিবেশি রাজ্য ঝাড়খন্ডে। বেলা বাড়ার সাথে সাথে স্পষ্ট হতে থাকে ছবি। বিজেপির যাবতীয় প্রচারকে পরাজিত করে জয়ী হয়েছে ইন্ডিয়া।

৮১ আসন বিশিষ্ট ঝাড়খন্ড বিধানসভায় ইন্ডিয়া পেয়েছে ৫০টি আসন যা সংখ্যাগরিষঠতার থেকে ৯ আসন বেশি। অপর দিকে এনডিএ পেয়েছে ৩০টি। একটি অন্যান্য।

চলতি বছরের প্রথম দিকে জমি কেলেঙ্কারি মামলায় ইডি গ্রেপ্তার করেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। দীর্ঘদিন জেলে থাকার পর জামিনে মুক্তি পান হেমন্ত। তিনি যখন জেলে ছিলেন তখন মুখ্যমন্ত্রী হন চম্পাই সোরেন। জেল থেকে হেমন্ত ফের মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব নেওয়ার পর দল ছেড়ে বিজেপিতে যোগ দেন চম্পাই। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ১২ হাজারের বেশি ভোট এগিয়ে আছেন হেমন্ত সোরেন। অন্য দিকে নিজের কেন্দ্রে পিছিয়ে বিজেপিতে যোগ দেওয়া চম্পাই সোরেন। 

Comments :0

Login to leave a comment