Iran-Israel Clash

আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে ‘কড়া’ জবাবের অঙ্গীকার ইরানের

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেইনি বলেছেন, ইরান ও প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘দাঁত ভাঙা জবাব’ দিতে হবে।
শনিবার (২ নভেম্বর) তেহরানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে খামেইনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান ও পশ্চিম এশিয়ার ‘প্রতিরোধ গোষ্ঠীগুলোর’ বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য ইজরায়েল ও তার প্রধান সমর্থক যুক্তরাষ্ট্রকে শাস্তি দেওয়া হবে।
‘‘শত্রুরা... নিঃসন্দেহে দাঁত ভাঙা সাড়া পাবে’’।
তিনি আরো বলেন, ইরান ‘বিশ্বের ঔদ্ধত্য’ মোকাবেলায় সামরিক, রাজনৈতিক ও লজিস্টিক ব্যবস্থা নিয়ে পুরোপুরি প্রস্তুত রয়েছে- ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বোঝাতে এই শব্দটি ব্যবহার করেন।
খামেইনি ইরানি জনগণকে দ্বিধাহীনভাবে এই ‘ঔদ্ধত্যের’ বিরুদ্ধে চূড়ান্তভাবে লড়াই করারও আহ্বান জানান।
গাজা ও লেবাননে সাম্প্রতিক ইজরায়েলি হামলার কথা উল্লেখ করে খামেইনি যুক্তি দেন যে এই হামলার জন্য মার্কিন সমর্থন ‘‘আমেরিকান মানবাধিকার দাবির যে ভণ্ডামি’’, তা প্রকাশ করেছে।
ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী গত সপ্তাহে ঘোষণা করেছে যে দেশটি থেকে সাম্প্রতিক হামলার জবাবে তারা ইরানের টার্গেটে ‘‘সুনির্দিষ্ট এবং লক্ষ্যবস্তু’’ বিমান হামলা চালিয়েছে।
ইরানের বিমান প্রতিরক্ষা সদর দপ্তর জানিয়েছে, তারা সফলভাবে ইজরায়েলি হামলা মোকাবেলা করেছে, যার ফলে ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে।

Comments :0

Login to leave a comment