রাজ্যে ছয়টি বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্টের পক্ষ থেকে সোমবার প্রার্থী ঘোষণা করা হয় হাড়োয়া বিধানসভা আসন বাদ রেখে। মঙ্গলবার আইএসএফ’র পক্ষ থেকে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয় আইনজীবী পিয়ারুল ইসলামকে। বুধবার বামফ্রন্টের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তাঁকে সমর্থনের কথা জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন জমা দেওয়ার পথে বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী আইনজীবী পিয়ারুল ইসলাম। রয়েছেন আইএসএফ চেয়ারম্যান বিধায়ক নৌশাদ সিদ্দিকী, তাপস ব্যানার্জি ও বামফ্রন্ট নেতৃত্ব আহমেদ আলি খান এবং রাজীব বিশ্বাস সহ অসংখ্য বামফ্রন্ট ও আই এস এফ কর্মী সমর্থকরা।
রাজ্যে যে ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলো হলো, কোচবিহারের সিতাই, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা, উত্তর ২৪ পরগণার নৈহাটি, আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা, উত্তর ২৪ পরগণার হাড়োয়া এবং বাঁকুড়ার তালডাংরা বিধানসভা। তবে বসিরহাট লোকসভা আসনটি খালি থাকলেও ওই আসনে ভোট ঘোষণা হয়নি।
আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ৬টি কেন্দ্রেই গত ১৮ অক্টোবর থেকে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২৮ অক্টোবর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ অক্টোবর। ১৩ নভেম্বর ভোট গ্রহণ। ভোট গণনা ২৩ নভেম্বর।
Comments :0