সপ্তাহন্তে শনিবার ফের ফিরছে আইএসএল । সন্ধ্যা ৭ : ৩০ টায় যুবভারতীতে জামশেদপুর এফসির সাথে ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান । বর্তমানে দুই দলের দুই ভিন্ন অবস্থান লীগ টেবিলে । ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মলিনা ব্রিগেড। শনিবারের ম্যাচ বড় ব্যবধানে জিততে পারলেই লিস্টন - মানভীররা চলে যাবে শীর্ষে। অন্যদিকে শুরুটা ভালো করেও শেষ দুটো ম্যাচে প্রায় ৯ গোল হজম করেছে জামশেদজী টাটার শহর। দলের প্রধান কোচ খালিদ জামিল কার্ড সমস্যায় থাকতে পারবেননা শনিবারের ম্যাচে। তার জায়গায় ডাগআউটে থাকবেন অন্তর্বর্তীকালীন কোচ স্টিভেন ডায়াস ।
শুক্রবারের প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন ' গত দুটো ম্যাচে আমরা ভালো পারফর্ম করতে পারিনি , প্রত্যেকটা দলই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় , আমরা যত দ্রুত সম্ভব এইটা কাটানোর চেষ্টা করে বাউন্স ব্যাক করার চেষ্টা করবো ' । ফুটবলার থাকাকালীন নিজে কলকাতার বড় দলের হয়েও খেলার স্বপ্ন পূরন করতে না পারায় শনিবার সেই আক্ষেপ মিটিয়ে নিতে চান স্টিভেন। জানিয়েছিলেন ' কলকাতার বড় দলে খেলার স্বপ্ন থাকলেও তা পূরণ হয়নি , আমি বড় দলের বিরুদ্ধে চাপটাকে উপভোগ করি ' । অন্যদিকে কয়েকজন গুরুত্বপুর্ণ খেলোয়াড়ের চোট আঘাত সমস্যা রয়েছে মলিনার দলে। আশীষ রাইয়ের চোটের ব্যাপারে চিন্তিত না হয়ে মলিনা বলেছিলেন ' জানিয়েছিলেন ' এটা খেলারই একটা অংশ , কালকের ম্যাচ নিয়ে আমরা যথেষ্ট কনফিডেন্ট ' । এছাড়াও দিমি পেট্রাটসের অফ ফর্ম নিয়ে না দলগত পারফরমেন্সের জেরেই শনিবার বাজিমাত করতে চান মলিনা ।
একনজরে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - বিশাল ( গোলরক্ষক ) , শুভাশিষ( অধিনায়ক ) , রাজ বাসফোর, টম আলড্রেড , আলবার্তো, সাহাল, আপুইয়া, লিস্টন, মানভির পেট্রাটস ও জেমি ম্যাকলারেন ।
Comments :0