ফের লাইনচ্যুত লোকাল ট্রেন। মঙ্গলবার বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো আসানসোল গামী ঝাঁঝা বর্ধমান মেমু প্যাসেঞ্জার ট্রেন। একটি ট্রাকের সঙ্গে ট্রেনটির ধাক্কা লেগে ইঞ্জিনের সামনে চারটি চাকা লাইনচ্যুত হয়। রেল সূত্রে জানানো হলো, দুর্ঘটনাটি ঘটেছে বেলা দুটো ৪০ মিনিট নাগাদ যশিডি- শঙ্করপুর স্টেশনের মাঝে ২৭/ই লেভেল ক্রসিংয়ে।
এদিন ঝাঁঝা থেকে ডাউন ০৩৬৭৬ মেমু প্যাসেঞ্জার আসানসোলের দিকে আসছিল। একটি ট্রাক গেট বন্ধ করার সময় জোর করে লাইন পার হতে গেলে ট্রেন চলে আসে এবং ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। হতাহতের কোনো খবর নেই কিন্তু যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার ফলে ডাউন এবং আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনর পিছনের কামরাগুলি বিচ্ছিন্ন করে চার ঘন্টা পরে আলাদা করা হয়। তিন ঘন্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়। বর্ধমানের উদ্দেশ্যে আসানসোলে প্রতীক্ষায় যাত্রীদের জন্য বিশেষ ট্রেন দেওয়া হয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে রেল।
Passenger Train Terailed
ট্রাকের ধাক্কায় লাইনচ্যুত লোকাল ট্রেন
×
Comments :0