টানা দুই রাত স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়ার ডাক্তাররা। তারা যাতে কোন ভাবে স্বাস্থ্য ভবনের দিকে না যেতে পারে তার জন্য ব্যারিকেডের উল্টো দিকে রয়েছে বিধাননগর পুলিশের একটি বাহিনী। বৃহস্পতিবার সকালে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন একন মহিলা পুলিশ আধিকারিক। নিশ্বাসের সমস্যা শুরু হয় তার।
অসুস্থ ওই পুলিশ কর্মীর চিকিৎসার জন্য সাহায্যের হাত উঠে আসে অবস্থান মঞ্চ থেকে। জুনিয়ার ডাক্তাররা দ্রুততার সাথে তাকে ইনহেলার দিয়ে সাময়িক সুস্থ করে তোলেন। তারপর সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান পুলিশ কর্মীরা। না, ওই অ্যাম্বুলেন্সে শুধুমাত্র পুলিশ কর্মীরা ছিলেন তা নয়। রাস্তায় যাতে ওই মহিলা পুলিশ কর্মীর শারিরীক অবস্থার কোন অবনতি না হয় তার দেখভালের জন্য দুজন জুনিয়ার ডাক্তারও ছিলেন তাদের সাথে।
সহকর্মীর প্রাণ বাঁচানোর জন্য জুনিয়ার ডাক্তারদের প্রতি নিজেদের কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল দাবি করেছেন যে জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতির কারণে ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে। রাজ্য দাবি করলেও এই স্বপক্ষে কোন প্রমান তার দেখাতে পারেনি। রাজ্যের এই দাবি খারিজ করেছেন জুনিয়ার ডাক্তাররা। পারচ দফা দাবিকে সামনে রেখে তারা টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন।
Junior Doctor protest
আন্দোলনরত অবস্থাব অসুস্থ পুলিশ কর্মীর চিকিৎসা করলেন জুনিয়ার ডাক্তাররা
×
Comments :0