Junior Doctor protest

অগ্নিমিত্রাকে ‘গো ব্যাক’, অবস্থানে অনড় চিকিৎসকরা

রাজ্য

স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়ার ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হলো বিজেপি বিধায়ককে। বুধবার বেলার দিকে জুনিয়ার ডাক্তারদের অবস্থান মঞ্চে যান আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাকে দেখেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। চাপের মুখে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকা থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়ক।
পাঁচ দফা দাবিকে সমানে রেখে মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়ার ডাক্তাররা। তাদের দাবি যতক্ষন না দাবি মানা হচ্ছে ততক্ষন তাদের এই অবস্থান চলবে। গতকাল গোটা রাত রাস্তায় বসে কাটান তারা। তাদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গতকাল বহু মানুষ মিছিলে পা মেলান। রাতের বেলা তাদের জন্য খাবার, জল, মাথার ওপর ত্রিপলের ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা। এদিন সকালেও তাদের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। 
মঙ্গলবার রাতে স্বাস্থ্য সচিবের মেইল থেকে আন্দোলনরত চিকিৎসকদের মেইল করে মুখোমুখি বসার কথা বলা হলেও তারা তা মেনে নেননি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন মেইলের ভাষা নিয়ে তাদের আপত্তি আছে। তার সাথে তারা জানিয়েছেন ১০ জন নয় ২৫ জন তারা যেতে চায় আলোচনায়। তবে আলোচনা হলেই যে অবস্থান উঠে যাবে তা নয়। দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে তারা জানিয়ে দিয়েছেন।

Comments :0

Login to leave a comment